উলুবেড়িয়ায় দেবের রোড-শো-তে জনস্রোত, ঢল নামল তরুণ-তরুণীদের

বুধবার বিকেলে স্তব্ধ হল উলুবেড়িয়া, সৌজন্যে দেবের রোড-শো।

May 16, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বুধবার বিকেলে স্তব্ধ হল উলুবেড়িয়া, সৌজন্যে দেবের রোড-শো। ‘দেব উই লাভ ইউ’—শব্দে কেঁপে উঠল গোটা উলুবেড়িয়া। তরুণ-তরুণীদের ঢল নেমেছিল। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে রোড শো ছিল দেবের। তাঁর রোড শো-কে কেন্দ্র করে গোটা উলুবেড়িয়াজুড়ে উৎসাহ, উদ্দীপনা ছিল। বিকেলে সাংসদ দেব মহকুমা শহরে পা রাখতেই কার্যত জনবিস্ফোরণ হল উলুবেড়িয়ায়। উলুবেড়িয়ার গঙ্গারামপুর মোড় থেকে হুড খোলা গাড়িতে চেপে রোড শো শুরু করেন দেব। দেবের সঙ্গে ছিলেন পুলক রায়, তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ প্রমুখ।

বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। তৃণমূলের দলীয় পতাকা, বেলুন ছাড়াও আদিবাসী নৃত্যু, মহিলা ঢাক, ব্যান্ডের ব্যবস্থা ছিল। দুপুর হতেই রাস্তার দু’পাশে, বাড়ির ছাদে জড়ো হতে শুরু করেন মানুষ। শহরের যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল। এদিন রোড শো শুরু হওয়ার পর রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে হুড়াহুড়ি পড়ে যায়। দেবের গাড়ি যত এগিয়েছে, রাস্তায় তত মানুষের ঢল নেমেছে। মানুষের ভিড়ের কারণে লকগেট মোড়ে দেবের রোড শো শেষ হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen