রাজ্য বিভাগে ফিরে যান

খণ্ডঘোষ Vs গলসি: মাছি তাড়ালেন সৌমিত্র, জনসমাগমে BJP প্রার্থীকে টেক্কা সুজাতার

May 16, 2024 | < 1 min read

জনসমাগমে BJP প্রার্থীকে টেক্কা সুজাতার

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বর্ধমানের দুই এলাকায় বাড়ছে ভোটের উত্তাপ! বুধবার খণ্ডঘোষে প্রচারে এসেছিলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। রাউতারা থেকে তোরকোনা পর্যন্ত তিনি রোড-শো করেন। কিন্তু তাঁর কর্মসূচিতে ভিড় হয়নি। কার্যত ফাঁকা রাস্তায় হুডখোলা গাড়িতে হাতজোড় করে এগিয়ে যান সৌমিত্র। বিজেপি প্রার্থীর গাড়ির সামনে সামান্য কয়েকজন কর্মীকে বাইক চালিয়ে যেতে দেখা যায়। যদিও তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল গলসিতে প্রচার জমিয়ে দেন। ভুড়ি পঞ্চায়েত এলাকায় সুজাতার কর্মসূচিতে ছিল উপচে পড়া ভিড়।

মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার হাতে হাজির হয়েছিলেন সুজাতার প্রচারে, দলের কর্মী এবং সমর্থকদের নিয়ে সভাও করেন তিনি। মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তৃণমূল প্রার্থী বলেন, বাড়ির কাজ ছেড়ে মহিলারা কর্মসূচিতে আসায় তিনি অভিভূত। বাংলায় নারীশক্তির জয় হয়েছে। অনেক অত্যাচার হয়েছিল। তবুও বেঁচে আছেন। এলাকার উন্নয়নের জন্যই তাঁর লড়াই। দিদি লক্ষ্মীর ভাণ্ডার চালু করে মহিলাদের সুরক্ষা দিয়েছেন। বিজেপির তা সহ্য হচ্ছে না। বিজেপি জিতলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। কত বড় সাহস! ওদের (বিজেপি) ক্ষমতা নেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার। বিজেপি কোনওদিন ক্ষমতায় আসতে পারবে না। ওরা মহিলাদের কীভাবে অপমান করছে। বিজেপি শাসিত রাজ্যে মহিলারা সন্ধ্যার পর বাড়ি থেকে বেরতে পারে না। তাদের নিরপত্তা নেই। দিদির রাজ্যে মহিলারা সুরক্ষিত।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bardhaman, #bjp, #tmc, #Saumitra Khan, #sujata mondal, #galsi, #Khandaghosh

আরো দেখুন