রাজ্য বিভাগে ফিরে যান

আসানসোলে উধাও গেরুয়া হাওয়া! মোদী মোহে আচ্ছন্ন অবাঙালিরাও কী এবার জাগছে?

May 17, 2024 | 2 min read

মোদী মোহে আচ্ছন্ন অবাঙালিরাও কী এবার জাগছে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০১৪ সালে দেশজুড়ে মোদী হাওয়ার দাপট ২৪শের নির্বাচনে কী স্তিমিত হয়ে গেল? এই প্রশ্নটাই ঘুরে ফিরে আসছে গোবলয়ে ভোটের ট্রেন্ড দেখে। বিগত ১০ বছরে যাঁরা মোদীকে নিয়ে যাঁরা স্বপ্ন দেখেছিলেন তাঁরা এবারের ভোটে হতাশ। বিশেষ করে আসানসোলের অবাঙালিরা। এই কেন্দ্রের অবাঙালি অধ্যুষিত এলাকাতে কট্টর বিজেপি মানসিকতার লোকদের ভোট না দেওয়ার প্রবণতা এই কথাটাই প্রমাণ করে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যানে জানা গিয়েছে, আসানসোল (Asansol) কেন্দ্রে এবার ভোট পড়েছে ৭৩.২৭ শতাংশ। চতুর্থ দফায় যে ৮টি আসনে নির্বাচন হয়েছে তার মধ্যে সর্বনিম্ন। দেখা গিয়েছে অবাঙালি এলাকাগুলিতেই ভোট অনেক কম পড়েছে। অথচ, একটা সময়ে এই এলাকায় একচেটিয়া ভোট পেয়েছে পদ্মশিবির। বিগত ১০ বছরে মোদী সরকারের নানা কর্মকাণ্ডে এখন সেই অবাঙালিরাই তিতিবিরক্ত। তাই গোঁড়া বিজেপি পরিবারের অনেক সদস্যই ভোটের দিন বুথ মুখো হননি।

রাজনৈতিক মহলের মতে, আসানসোল লোকসভা কেন্দ্রে গেরুয়াগড় বলে পরিচিত বার্নপুর শহর। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও পদ্ম শিবির এখান থেকেই বিশাল লিড নিয়েছিল। ২০২২ সালের লোকসভা উপনির্বাচনে ৩ লক্ষ ৩ হাজার ভোটে জয়লাভ করেছিলেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা। সেই সময়েও বার্নপুরের সব ওয়ার্ডে লিড ধরে রেখেছিল বিজেপি। বিজেকে ভূমিপুত্র দাবি করা কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন সংসদ সদস্য এস এস আলুয়ালিয়া (S. S. Ahluwalia) বিজেপির প্রার্থী হলেও এবার ওইসমস্ত ওয়ার্ড ভোট দানের হার লক্ষণীয়ভাবে কম। বার্নপুরের ৭৬ নম্বর ওয়ার্ডে মোট ভোটার ৬ হাজার ৮৮৩টি। এবারে ভোট পড়েছে মাত্র ৩ হাজার ২৯০। যা আগের তুলনায় ৪৮ শতাংশরও কম। ৮০ নম্বর ওয়ার্ডে মোট ভোটার ৮ হাজার ৮৬৮ জন। এবারে ভোট পড়েছে ৫ হাজার ৮৭৭। আসানসোল পুরসভার ২৭ ও ২৯ নম্বর ওয়ার্ডে বিজেপি কাউন্সিলার রয়েছেন। এবার ২৭ নম্বর ওয়ার্ডের ৮ হাজার ৩৩২ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৫ হাজার ৮৬৫টি। ২৯ নম্বর ওয়ার্ডেও ৭ হাজার ২২৪টি ভোটারের মধ্যে ভোট পড়েছে ৪ হাজার ৯২৭টি।

গোবলয়ে মোদী ম্যাজিক কি এবার অস্তাচলে? দেশজুড়ে গেরুয়া গড়ে ‘ভেটো’ প্রয়োগের ট্রেন্ড এবার আসানসোলেও দেখা গেল। এখানকার অবাঙালি অধ্যুষিত এলাকার বড় অংশের মানুষ এবার ভোটদানে বিরত থাকায় সেই জল্পনাকেই উস্কে দিচ্ছে। আর তাতেই কপালের ভাঁজ আরও চওড়া হচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্বদের। ওয়াকিবহাল মহলের মতে, আসানসোলে সদ্য সমাপ্ত নির্বাচনের পরিসংখ্যানে রক্তচাপ বাড়লেও মুখে প্রকাশ করতে নারাজ রাজ্যের গেরুয়া শিবির।

TwitterFacebookWhatsAppEmailShare

#Modi, #asansol, #ss Ahluwalia, #Loksabha Election 2024, #non-Bengalis

আরো দেখুন