‘কোনও সিরিয়ালের শ্যুটিং চলছে নাকি?’ সৃজনের প্রচার দেখে প্রশ্ন আম জনতার

লোকাল ট্রেনে উঠেছিলেন সৃজন। অফিস টাইমের যাত্রীদের হুড়োহুড়ি ছিল, অনেকের সঙ্গেই কথা বলেন প্রার্থী। গড়িয়া থেকে লোকাল ট্রেনে সোনারপুর চলে যান তিনি

May 18, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
যাদবপুর কেন্দ্রের সিপিএম প্রাথী সৃজন ভট্টাচার্য

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে প্রচার করছিলেন যাদবপুর কেন্দ্রের সিপিএম প্রাথী সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharyya)। ভিড়ের মধ্যে থেকে এক মহিলা প্রশ্ন করে বসলেন, ‘কোনও সিরিয়ালের শ্যুটিং চলছে নাকি?’ এক হকার বলেলেন, কেউ গলায় মালা দে রে, না হলে কেউ চিনতে পারবে না।

লোকাল ট্রেনে উঠেছিলেন সৃজন। অফিস টাইমের যাত্রীদের হুড়োহুড়ি ছিল, অনেকের সঙ্গেই কথা বলেন প্রার্থী। গড়িয়া থেকে লোকাল ট্রেনে সোনারপুর চলে যান তিনি। এক প্ল্যাটফর্ম থেকে সৃজন গেলেন অন্য প্ল্যাটফর্মে। অফিস টাইমের ভিড়ে লোকসভা ভোটের প্রার্থীকে দেখে সবাই অবাক।

সৃজনকে দেখে অনেক মহিলাই ভেবে বসেন, হয়ত কোনও শ্যুটিং হচ্ছে বা বাম প্রার্থী কোনও সিরিয়ালের নায়ক। কোনও শ্যুটিং হচ্ছে কি না জিজ্ঞাসা করেছিলেন তাঁরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen