কম্পিউটার বিরোধী CPI(M)-র দমদম জয়ে ভরসা অনলাইন সার্ভে

জানা গিয়েছে, উনিশ লোকসভা নির্বাচনে দমদম লোকসভা এলাকায় বামেরা তৃতীয় স্থানে নেমে গিয়েছে। উনিশে বামেদের ভোট ছিল প্রায় ১৪ শতাংশ

May 20, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
বাম প্রার্থী সুজন চক্রবর্তী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অনলাইন সার্ভের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছতে তৎপর সিপিএম। হবু সাংসদের কাছে চাহিদা কী? সাংসদ হয়ে প্রথম কোন কাজ করলে খুশি হবেন? এমন নানান প্রশ্ন সাজিয়ে সার্ভে শুরু হয়েছে দমদমে। কয়েকশো মানুষ সার্ভেতে অংশও নিয়েছেন। হাইটেক প্রচারে বাকিদের টেক্কা দিচ্ছেন বাম প্রার্থী সুজন চক্রবর্তী (sujan chakraborty)।

জানা গিয়েছে, উনিশ লোকসভা নির্বাচনে দমদম লোকসভা এলাকায় বামেরা তৃতীয় স্থানে নেমে গিয়েছে। উনিশে বামেদের ভোট ছিল প্রায় ১৪ শতাংশ। ২০১৪ সালের তুলনায় সিপিএমের ভোট কমেছিল প্রায় ১৬ শতাংশ। দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি, বিজেপির ভোট বেড়ে পৌঁছয় সাড়ে ৩৮ শতাংশে। তৃতীয় স্থান থেকে উঠতে চাইছে সিপিএম। সমাজ মাধ্যমের সারছেন, বিভিন্ন গানের প্যারোডি ও অভিনয়ের মাধ্যমে দেশের নানান জ্বলন্ত ইস্যু তুলে ধরা হচ্ছে। চলতি সপ্তাহ থেকে শুরু হয়েছে সার্ভের কাজ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen