পুরীর ভগবান জগন্নাথদেব “মোদীর ভক্ত” – বললেন বিজেপি নেতা সম্বিৎ পাত্র

উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে এই ব্যাপারে ব্যাপকভাবে ক্ষুব্ধ ।

May 20, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিজেপি নেতা সম্বিত পাত্র ওড়িশা লোকসভা এবং নির্বাচনের পঞ্চম ধাপে এদিন সাংবাদিকদের বলেন যে পুরীর ভগবান জগন্নাথদেব “মোদীর ভক্ত”।
পরে অবশ্য তিনি বলেন যে তিনি ভুলবশত এই কথা বলেছেন।

উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে এই ব্যাপারে ব্যাপকভাবে ক্ষুব্ধ । তিনি বলেন “মহাপ্রভু শ্রী জগন্নাথ হলেন মহাবিশ্বের প্রভু। মহাপ্রভুকে অন্য মানুষের ভক্ত বলা ভগবানের অপমান। এটি অনুভূতিতে আঘাত করেছে এবং বিশ্বের কোটি কোটি জগন্নাথ ভক্ত ও ওড়িয়াদের বিশ্বাসকে হেয় করেছে।

স্বভাবিকভাবেই সারা দেশ থেকে সম্বিৎ পাত্রের এই বক্তব্যের প্রতিবাদ শুরু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই বিজেপি নেতার কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen