বালির ‘খেলা’ সাঙ্গ করে তমলুকে স্লগ ওভারের প্রচারে দেবাংশু

হাজার ব্যস্ততা সত্ত্বেও এ দিন তাঁকে দেখা গেল ডোমজুড়ে মতিঘর আইসিডিএস সেন্টারে ২৯৬ নম্বর বুথে ভোট দিতে।

May 21, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হাওড়ার বালিতে নিজের বুথে ভোট দিলেন দেবাংশু ভট্টাচার্য। সোমবার পঞ্চম দফা লোকসভা ভোটে ডোমজুড়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন দেবাংশু। হাজার ব্যস্ততা সত্ত্বেও এ দিন তাঁকে দেখা গেল ডোমজুড়ে মতিঘর আইসিডিএস সেন্টারে ২৯৬ নম্বর বুথে ভোট দিতে। আর পাঁচটা সাধারণ ভোটারের মতই নিয়ম মেনে এদিন সকলের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি।

সোমবার ভোটের দিন দেবাংশুর পরে ছিলেন কচি কলাপাতা সবুজ রঙের পাঞ্জাবি এবং জিনস। এখনই বিশ্রাম নেওয়ার উপায় নেই তৃণমূলের তরুণ তুর্কি প্রার্থী ‘খেলা হবে’ স্লোগানের স্রষ্টা দেবাংশু ভট্টাচার্যর। আগামী ২৫ মে ষষ্ঠ দফায় তমলুক লোকসভায় নির্বাচন। ইতিমধ্যেই দেবাংশু ভট্টাচার্য কার্যত চষে ফেলেছেন তমলুকের মাটি। দুপুর ১টা থেকে তমলুকে প্রচার কর্মসূচি ছিল তাঁর। তাই ভোট শেষে রওনা দেন নিজের নির্বাচনী রণভূমে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen