মহিলা ভোটই তৃণমূলের অক্সিজেন, এক অস্ত্রে কোণঠাসা বিরোধীরা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তৃণমূল প্রার্থীরা আত্মবিশ্বাসী, বলছেন সব লক্ষ্মীর ভাণ্ডারের জাদু। জোড়াফুলের নেতা, কর্মীরা সাফ বলছেন, এবার ভোটের ইস্যু এই ভাণ্ডার, আর কিছু না! শ্রীরামপুরে সোমবার সন্ধ্যা পর্যন্ত মহিলাদের বিপুল ভোটদানেই আত্মবিশ্বাসী তৃণমূল। সোমবার বুথে বুথে যেভাবে দাপিয়ে ভোট করল তৃণমূল, লাল আর গেরুয়া কার্যত ফিকে। বুথে বুথে সব দলের এজেন্ট ছিল। কিন্তু তাঁদের মনোবল একেবারে তলানিতে।
বেলা যত বেড়েছে, মহিলা ভোটারের ভিড় আত্মবিশ্বাস জুগিয়েছে তৃণমূলকে। মহিলারা যেভাবে দুপুর হতেই বুথমুখো হয়েছেন, তাতে আত্মবিশ্বাসের তুঙ্গে জোড়াফুল। শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে বেশি সময় নষ্ট করেননি কোনও প্রার্থীই। জগৎবল্লভপুর, চণ্ডীতলা, ডোমজুড় বিধানসভাগুলিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সকাল থেকেই মাটি কামড়ে পড়েছিলেন। কখনও জওয়ানের শ্লীলতাহানি কাণ্ডে প্রতিবাদ করেছেন, কখনও উত্তেজনাপূর্ণ বুথে ছুটেছেন, গুনগুন করে গান গেয়েছেন, আবার কখনও পার্টিকর্মীদের ভোকাল টনিক দিয়েছেন।