আবারও বিতর্কে রাজ্যপাল! BJP-র প্রতীক লাগিয়ে ঘুরছেন সিভি আনন্দ বোস?

মঙ্গলবার রাতে এক্স হ্যান্ডলে এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে তৃণমূল। বাংলার শাসক দলের পোস্ট করা ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য-রাজনীতিতে।

May 22, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
আবারও বিতর্কে জড়ালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবারও বিতর্কে জড়ালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভোটের ভরা মরশুমে বিজেপির প্রতীক লাগিয়ে রাজ্যপাল এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন, এমনই অভিযোগ তৃণমূলের। মঙ্গলবার রাতে এক্স হ্যান্ডলে এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে তৃণমূল। বাংলার শাসক দলের পোস্ট করা ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য-রাজনীতিতে।

তৃণমূলের কটাক্ষ, ভোটপর্বে মোদী-শাহ বুকে পদ্ম প্রতীক লাগিয়ে প্রচার করছেন, ঠিক সে’ভাবে রাজ্যপাল বিজেপি নেতার মতো প্রচার করছেন। তিনি রাজ্যপাল নন, পদ্মপাল। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে ও সাগরিকা ঘোষ এক্স হ্যান্ডলে রাজ্যপালের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের অভিযোগ, মোদী ও বিজেপির রিমোর্ট কন্ট্রোলে চলছেন রাজ্যপাল। সাংবিধানিক পদে থেকে রাজ্যপাল কীভাবে বিজেপির প্রতীক পরে অনুষ্ঠানে গেলেন?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen