জেইই-নিটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আদালতে যেতে হবে কেন? – সুব্রহ্মণ্যম স্বামী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর মতোই প্রথম থেকে জেইই-নিট পরীক্ষা নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীও। যেভাবে করোনা পরিস্থিতির মধ্যেও জেইই-নিট পরীক্ষা নিতে বদ্ধ পরিকর মোদী সরকার তা নিয়ে স্বামী এই প্রশ্ন তুলেছেন যে ধনী পরিবারের ছেলেমেয়েরা এই পরীক্ষা দেয় বলেই কী সিদ্ধান্তে অনড় রয়েছেন মোদী সরকার? এবার ফের এই ইস্যুতে সরব হলেন তিনি।
সম্প্রতি জেইই-নিট পিছনোর দাবিতে মমতা ও সোনিয়ার ডাকে ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছিলেন দেশের অ-বিজেপি মুখ্যমন্ত্রীরা। ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল-সহ আরও অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানে ঠিক হয় যে পড়ুয়াদের পক্ষে পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার আর্জি জানিয়ে একযোগে সুপ্রিম কোর্টে যাবে বিরোধীরা। কারণ সুপ্রিম কোর্ট পরীক্ষার পক্ষে রায় দিলেও আদালতে রায় পুনর্বিবেচনা করার আবেদন জানানোর সুযোগ রয়েছে। এ নিয়েই মুখ খুলেছেন স্বামী।
গতকাল নিজের টুইটার হ্যান্ডলে স্বামী লেখেন, ‘যে ১১ জন মুখ্যমন্ত্রী জেইই-নিট পরীক্ষা বিরুদ্ধে তাঁদের আদালতে যাওয়ার প্রয়োজন কী? মুখ্যমন্ত্রীদের কি কোনও ক্ষমতা নেই?’ এই টুইটে যে পরোক্ষ ভাবে মুখ্যমন্ত্রীদের নিজেদের ক্ষমতা প্রয়োগ করার কথাই বলছেন বিজেপি সাংসদ, তা স্পষ্ট। আদালতে না গিয়েও যে মুখ্যমন্ত্রীরা নিজেদের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে জেইই-নিট পরীক্ষার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন সে কথাই স্মরণ করিয়ে দিয়েছেন স্বামী।