জলপাইগুড়িতে প্রথম ড্রোনের মাধ্যমে কীটনাশক স্প্রে, সময়-অর্থ বাঁচায় খুশি চাষিরা

স্থানীয় চাষিদের শেখানো হয়েছিল কৃষিজমিতে ড্রোনের মাধ্যমে কীভাবে কীটনাশক স্প্রে করতে হয়।

May 26, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে কৃষিকাজের ব্যবহৃত হল ড্রোন। বৃহস্পতিবার এই প্রথম এখানে ড্রোনের মাধ্যমে কৃষিজমিতে কীটনাশক স্প্রে করা হল। অভিনব পদ্ধতিতে স্প্রেতে শ্রম ও অর্থ সাশ্রয় হওয়ায় খুশি এলাকার কৃষকরা। এদিন রাজগঞ্জ ব্লকের বেলাকোবার কালারবাড়িতে পাট এবং ধান জমিতে কীটনাশক স্প্রে করেছিল একটি বেসরকারি কীটনাশক কোম্পানি। স্থানীয় চাষিদের শেখানো হয়েছিল কৃষিজমিতে ড্রোনের মাধ্যমে কীভাবে কীটনাশক স্প্রে করতে হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কীটনাশক স্প্রে করতে সময় লাগে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট। এর সাথে ড্রোন কুড়ি লিটার কীটনাশক বহন করতে সক্ষম। ফসলের থেকে তিন ফুট উচ্চতা থেকে এটি স্প্রে করা নিয়ম। এর ফলে কীটনাশক ছড়িয়ে পড়লেও মাটির কোনও ক্ষতি হয় না। ড্রোনের মাধ্যমে কৃষিজমিতে কীটনাশক ব্যবহারে বাঁচে অর্থ, শ্রম এবং সময়। এছাড়া কীটনাশকের ক্ষতিকর প্রভাব থেকেও মিলবে মুক্তি । এই কারণেই এদিন কৃষিকাজের ড্রোনের ব্যবহৃত দেখতে এলাকার চাষিদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen