রাজ্য বিভাগে ফিরে যান

বিজেপি নেতার কল রেকর্ডিং ফাঁস! চাপে গেরুয়া শিবির!

May 24, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: জৈনক তৃণমূল নেতা বলেন সিরিয়া পারভীন বিজেপিতে যোগদান করেন এবং বিজেপি নেতারা সন্দেশখালির মহিলাদের সাথে কি করেছে সেটার পর্দা ফাঁস করার একদিন পর অমিত মালব্য তাকে ডেকে প্রস্তাব দেন এবং বলেছেন যে তিনি বিজেপিতে ফিরে গেলে ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নেবেন।

জনৈক তৃণমূল নেতা আরও বলেন একাধিবার অমিত মালব্য স্বীকার করেছেন বঙ্গ বিজেপি দিল্লির নেতাদের নির্দেশে মহিলাদের দিয়ে ফেক রেপ কেস ফাইল করা হয় সন্দেশখালিতে।

যে সকল ধর্ষকদের ভাড়া করে এনেছিল এবং সন্দেশখালী মহিলাদের সম্মান ২০০০ টাকায় বিক্রি করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি কেবল আশ্রয়ই পাননি, বিজেপির শীর্ষ নেতাদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পেয়েছেন। এটাই মোদি কি গ্যারান্টি!, বলেন জৈনক তৃণমূল নেতা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Viral Audio, #Sandeshkhali Exposed, #Audio viral, #Amit Malviya, #Sandeshkhali

আরো দেখুন