শুরু রেমালের দাপট! প্রসূতিদের জন্য বিশেষ উদ্যোগ প্রশাসনের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রবিবার সকাল থেকেই ঘূর্ণিঝড় রেমালের দাপট শুরু হয়েছে। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় সর্বাধিক প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার দুই স্বাস্থ্য জেলা তৎপর কারণ, রেমালের প্রভাব কতদিন থাকবে তা নিয়ে সংশয় রয়েছে। সুন্দরবনের শতাধিক প্রসূতিকে বিভিন্ন দুর্গম দ্বীপাঞ্চল থেকে কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে যাঁদের প্রসব হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁদেরকে ব্লকের কাছাকাছি হাসপাতাল অথবা স্বাস্থ্যকেন্দ্রে এনে রাখা হয়েছে। ঝড়ের সময় বা তারপর হবু মায়েদের হাসপাতালে যেতে সমস্যা হতে পারে। তাই আগাম ব্যবস্থা। বিভিন্ন অঞ্চলে ড্রাগ হাব করা হচ্ছে। ঝড়ের পর প্রান্তিক এলাকাগুলিতে পৌঁছনো কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই স্বাস্থ্যকর্মীদের বাড়িতে আপৎকালীন ওষুধ মজুত করা হচ্ছে। জ্বর, ডাইরিয়া, বমি, ওআরএস ইত্যাদির ওষুধ রাখা হচ্ছে।
জানা গিয়েছে, সাগর, পাথরপ্রতিমা, মৌসুনি দ্বীপ, ঘোড়ামারা ইত্যাদি জায়গা থেকে প্রসূতিদের নিয়ে আসা হয়েছে। গোসাবা ও কুলতলি এলাকার প্রসূতিদের কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করেছে প্রশাসন। এছাড়া বিভিন্ন ব্লকে ডাক্তারদের নিয়ে বিশেষ দল তৈরি করা হয়েছে। প্রয়োজন অনুসারে টিম পাঠিয়ে পরিস্থিতি মোকাবিলা করবে স্বাস্থ্যবিভাগ।