রেমালের জেরে বাতিল কোন কোন ট্রেন?

হাওড়া ও সিঙ্গুর থেকে যথাক্রমে আপ ও ডাউনে বাতিল ট্রেনের নম্বর ৩৭৩০৩, ৩৭৩০৪।

May 26, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ; রবিবার, মধ্যরাতে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ার পূর্বাভাস রয়েছে। যার জেরে আজ রবিবার ও আগামীকাল সোমবার শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে ৬৮টি লোকাল ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ দক্ষিণ শাখায় অধিকাংশ ট্রেন চলবে না।

হাওড়া-সিঙ্গুর সেকশনে ঝড়ের জন্য আজ এক জোড়া লোকাল ট্রেন বাতিল থাকছে। হাওড়া ও সিঙ্গুর থেকে যথাক্রমে আপ ও ডাউনে বাতিল ট্রেনের নম্বর ৩৭৩০৩, ৩৭৩০৪। শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক লোকাল ট্রেনের সময়সূচি বদল করা হচ্ছে। আগামীকাল সোমবার, ক্যানিং থেকে দু’টি লোকাল সকাল ৬টা এবং সকাল ৬টা ২০ মিনিটে যাত্রা শুরু করবে। নামখানা থেকে ৩৪৭৯১ ট্রেন সকাল ৬টায় রওনা দেবে। ডায়মন্ড হারবার থেকে দু’টি লোকাল ট্রেন ৩৪৮১৭ এবং ৩৪৮১৯ যথাক্রমে সকাল ৫টা ৫০ মিনিট ও সকাল ৬টায় যাত্রা করবে।

রেমালের জন্য কলকাতা বিমানবন্দরে ৩৯৪টি উড়ান বাতিল করা হয়েছে। রবিবার বেলা ১২টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত সমস্ত পরিষেবা বন্ধ থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন