খেলা বিভাগে ফিরে যান

ফাইনালে KKR, আইপিএলের মহারণে একনজরে নাইটদের প্লাস-মাইনাস

May 26, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দশ বছর পর ফের আইপিএলের ফাইনালে কেকেআর।  চলতি টুর্নামেন্টের প্রথম থেকেই শক্তি প্রদর্শন করেছে নাইট শিবির। আজ রবিবার ম্যাচ জিতলেই নজির গড়ে তৃতীয়বার চ্যাম্পিয়নের মুকুট উঠবে কেকেআরের ঘরে। 

একনজরে দেখে নিন নাইটদের প্লাস-মাইনাস

প্লাস পয়েন্ট: কেকেআরের ওপেনিং জুটি ফিল সল্ট-সুনীল নারিনের দাপটে পাওয়ার প্লেতেই একাধিক ম্যাচের জয় ছিনিয়ে নিয়েছিল কেকেআর। এছাড়া শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার রয়েছেন দুরন্ত ফর্মে। ওপেনিং জুটি ব্যর্থ হলে রান তুলে দেবে মিডল অর্ডার ব্যাটাররা। প্লাস পয়েন্ট হল কেবল বোলারদের উপরে ভরসা করেও ম্যাচ জিততে পারে নাইটরা। চেন্নাইয়ের ঘূর্ণি পিচে নারিনের সঙ্গে বরুণ চক্রবর্তীর স্পিন জুটি কামিন্সের ঘাম ছোটাতে পারে। মিচেল স্টার্ক, রানা-বৈভবদের মতো পেসাররাও রয়েছেন দুরন্ত ফর্মে। আর সবার উপরে রয়েছেন গৌতম গম্ভীরের মতো অভিজ্ঞ মেন্টর ।

মাইনাস পয়েন্ট:  পাওয়ারপ্লের নায়ক ফিল সল্ট দেশে ফিরে গিয়েছেন। তাঁর বদলে এসেছেন রহমানুল্লা গুরবাজ। ইনি কেমন পারফর্ম করতে পারবেন কিনা সংশয় রয়েছে। চলতি মরশুমে রিঙ্কু সিং, আন্দ্রে রাসেলকে দেখা যায়নি চেনা মেজাজে। তাছাড়া গোড়ায় বেশ কয়েকটি ম্যাচের ডেথ ওভারে মার খেয়েছেন স্টার্ক-রানারা। চেন্নাইয়ে যদি ব্যাটিং পিচ হয় তাহলে স্পিন বোলিংয়েও কাজ হবে না।  আইপিএল ফাইনালের আগে টানা সাফল্যের আত্মতুষ্টি  বাধা হয়ে উঠতে পারে।

প্রসঙ্গত, গোটা টুর্নামেন্টে দুরন্ত ছন্দে দেখা গিয়েছে হায়দ্রাবাদকে। একের পর এক ম্যাচে বিধ্বংসী ব্যাট করে হারা ম্যাচ জিতিয়ে এনেছে SRH-র ব্যাটাররা। যদিও চলতি মরশুমে কেকেআরের কাছে দুবারের ম্যাচে দুবারই হেরেছে তারা। কিন্তু ফাইনালে সেই বদলা নিতে পারে প্যাট কামিন্সরা। ফাইনালের লড়াইয়ে যুযুধান দুপক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে তা বলা বাহুল্য। যাইহোক কে জিতবে ২৪শের আইপিএলের মহারণ, তা সময়‌ই বলে দেবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#IPL, #KKR, #IPL final, #final, #KKR v SRH, #Ipl 2024

আরো দেখুন