দেশ বিভাগে ফিরে যান

লোকসভা নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে চিঠি লিখলেন প্রাক্তন আমলারা

May 27, 2024 | < 1 min read

লোকসভা নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে চিঠি লিখলেন প্রাক্তন আমলারা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তাঁরা প্রত্যেকেই বিভিন্ন সময়ে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কাজ করেছেন। কোনও রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক না থাকলেও, দেশের সংবিধানের প্রতি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ তাঁরা। এরকম ১০২ জন প্রাক্তন আমলা লোকসভা নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে চিঠি লিখলেন, সেই চিঠি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে।

সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির প্রতি সাধারণ নাগরিকদের আস্থা ধরে রাখার জন্য প্রতিষ্ঠানগুলিকে সুষ্ঠ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার আর্জি জানিয়েছেন ওই প্রাক্তন আমলারা। সঙ্গে দাবি জানিয়েছেন, ধারাবাহিকভাবে ভোটারদের তথ্য শেয়ার করার মাধ্যমে প্রক্রিয়াটির নিরপেক্ষতার বিষয়ে আশ্বস্ত করতে হবে। ভোটারদের শঙ্কা দূর করতেও কমিশনকে পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হয়েছে তাঁদের তরফে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Lok Sabha polls, #Ex-bureaucrats, #Election Commision of India, #Lok Sabha Election 2024

আরো দেখুন