বাংলায় রেমালের বলি আট, ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

রবিবার রাতে, বিপজ্জনক বাড়ি ভেঙে মারা গিয়েছিলেন মহম্মদ সাজিদ।

May 28, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi
বাংলায় রেমালের বলি আট

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: রেমালের তাণ্ডবে বাংলায় আটজনের মৃত্যু হল। রবিবার রাতে, বিপজ্জনক বাড়ি ভেঙে মারা গিয়েছিলেন মহম্মদ সাজিদ। পূর্ব বর্ধমানে মৃত্যু হয়েছে বাবা-ছেলের। হাওড়া, বীরভূম, পানিহাটি, মহেশতলা ও সুন্দরবনে রেমালের জেরে প্রাণ গিয়েছে দুই মহিলা-সহ পাঁচজনের। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, আজ, মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচেছে সুন্দরবন। নদীবাঁধ উঁচু হাওয়া বাঁধ ভেঙে জল গ্রামে প্রবেশ করতে পারেনি। প্রশাসনও তৎপর ছিল। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গতকাল সন্ধ্যা থেকে রাতভর মনিটরিং করেছি। ভোটের কাজের মধ্যেও সরকারি কর্মীরা মানুষের সুরক্ষা নিশ্চিত করেছেন। যাদের সব চলে গিয়েছে, কথা দিচ্ছি প্রশাসন যা উদ্যোগ নেওয়ার নেবে। আপনারা চিন্তা করবেন না। পরিস্থিতি স্বাভাবিক হলেই আমি এরিয়াল সার্ভে করব।

কাকদ্বীপ, নামখানা, সাগরে ব্যাপক ঝড়-বৃষ্টি হয়েছে। গণপরিবহণ স্তব্ধ হয়ে গিয়েছিল। দোকানপাট বন্ধ ছিল। জনজীবন বিকেলে স্বাভাবিক হতে থাকে। সরকারি তথ্য অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনাতে ১৩ হাজার গাছ উপড়েছে, আড়াই হাজার বাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। ২৫ হাজার বাড়ি আংশিক ভেঙেছে। যাঁদের বাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে, তাঁরা সরকারি নিয়ম অনুযায়ী ১ লক্ষ ২০ হাজার টাকা পাবেন।

পূর্ব বর্ধমানের কলানবগ্রামে কলাগাছ কাটতে গিয়ে প্রাণ হারান বাবা-ছেলে। কলাগাছের উপর দিয়ে গিয়েছিল হুকিংয়ের তার। তার ছিঁড়েই মারা যান ফড়ে সিংহ ও তরুণ সিংহ। বীরভূমের পাইকরের জাজিগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রসেনজিত লাহা নামে এক যুবক মারা গিয়েছে। মৌসুনি দ্বীপের বাগডাঙায় রান্নাঘরের উপর গাছ ভেঙে মৃত্যু হয়েছে রেণুকা মণ্ডলের। পানিহাটির সুখচর এলাকার রাজা রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোপাল বর্মন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মহেশতলার ৩৩ নম্বর ওয়ার্ডে নুঙ্গি মেটেপাড়ায় বাড়ির সামনে জমা জলে তড়িদাহত হয়ে মৃত্যু হয় তাপসী দাসের (৫৩)। হাওড়ার লিলুয়ায় বাড়ি ঢোকার সময় কলিং বেল থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় প্রসেনজিৎ গুহ নামের এক ব্যক্তির।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen