রাজ্য বিভাগে ফিরে যান

বিরোধী আন্দোলনের মুখ মমতাই, মোদীর বিরুদ্ধে দিদির লড়াই তুলে ধরতে শহরে তাইওয়ানের সাংবাদিকরা

May 30, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের নির্বাচন কেমন হচ্ছে? কৌতূহল গোটা বিশ্বের। আন্তর্জাতিক মিডিয়ারও প্রশ্ন, বিরোধী ইন্ডিয়া জোটের কাছে কি ধাক্কা খাবে বিজেপি? মোদীর বিরুদ্ধে দিদির লড়াই নিয়ে চর্চা চলছে আন্তর্জাতিকস্তরে, শহরে এলেন তাইওয়ানের সাংবাদিকরা। ভারতে মোদী বিরুদ্ধে কোনও রাজনৈতিক দল জোরদার লড়াই দিচ্ছে, তাইওয়ানে বসে এক সাংবাদিক খোঁজ করছিলেন। উত্তর মেলে মমতা বন্দ্যোপাধ্যায়। তাইওয়ানের সাংবাদিককে মমতা বন্দ্যোপাধ্যায়ের খবর করতে ভারতে পাঠায় তাঁর সংবাদ সংস্থা। বাংলার ভোটের ছবিও তুলে ধরতে হবে তাঁদের। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা ছিল উত্তর কলকাতায়। সেই পদযাত্রা কভার করেন তাইওয়ান প্লাস চ্যানেলের রিপোর্টার শ্যালি জেনসেন ও ক্যামেরা পার্সন জন সু।

শ্যামবাজার পাঁচ মাথা থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত বুধবার পদযাত্রা করেন মমতা। সেই পদযাত্রা ক্যামেরাবন্দি করছেন সু। মমতা-মোদী দ্বৈরথ সম্পর্কে আম জনতার মতামত জানতে চাইছেন শ্যালি। হাওড়া-সহ অন্যান্য জায়গায় ঘুরে নির্বাচন কভার করছেন তাঁরা।

বিজেপির বিরুদ্ধে মমতার লড়াই, ইন্ডিয়া জোট তৈরিতে মমতার ভূমিকা সম্পর্কে ওয়াকিবহাল শ্যালি। মুখ্যমন্ত্রীর পদযাত্রা দেখে অবাক তাঁরা। অবাক মমতার জনপ্রিয়তা দেখেও তাঁরা অবাক। দু’কিলোমিটার রাস্তার দু’ধারে দাঁড়িয়ে মানুষ মমতাকে দেখে স্লোগান দিচ্ছেন। এই দৃশ্য দেখে কার্যত তাজ্জব বনে গিয়েছিলেন শ্যালি এবং সু।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #Taiwan, #Taiwan journalists

আরো দেখুন