রেশন দুর্নীতি মামলায় ED-র তলব টলিউড অভিনেত্রীকে, হাজিরা দেবেন তিনি?

এজেন্সির দাবি, জ্যোতিপ্রিয় ও বাকিবুরের উদ্যোগে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করেছে অভিনেত্রীর সংস্থা।

May 31, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi
ঋতুপর্ণা সেনগুপ্ত

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: এবার রেশন দুর্নীতি মামলায় তলব করা হল টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। ইডি জানিয়েছে, অভিনেত্রীর সংস্থা এবং রেশন দুর্নীতিতে অভিযুক্তদের মধ্যে লেনদেনের প্রমাণ পাওয়া গিয়েছে।

ঋতুপর্ণা সেনগুপ্ত

৫ জুন তাঁকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে।

ঋতুপর্ণা সেনগুপ্ত

নায়িকার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, তিনি এখন নিউইয়র্কে রয়েছেন, ৬ জুন তাঁর ফেরার কথা।

ঋতুপর্ণা সেনগুপ্ত

ইডি সূত্রের খবর, নায়িকার সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী অধুনা জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিকের পরিচয় ছিল।

ঋতুপর্ণা সেনগুপ্ত

এজেন্সির দাবি, জ্যোতিপ্রিয় ও বাকিবুরের উদ্যোগে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করেছে অভিনেত্রীর সংস্থা।

ঋতুপর্ণা সেনগুপ্ত

অংশগ্রহণকারী শিল্পীদের বিপুল পরিমাণ টাকা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

ঋতুপর্ণা সেনগুপ্ত

টাকা নগদে পেমেন্ট করা হয়েছে কি না, তার খোঁজ করছে ইডি।

ঋতুপর্ণা সেনগুপ্ত

তদন্তকারীরা প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বাকিবুরের অ্যাকাউন্ট থেকে নায়িকার সংস্থার অ্যাকাউন্টে টাকা জমার নথি পেয়েছেন। তারপরই তাঁকে তলব করার সিদ্ধান্ত নেন তাঁরা।

ঋতুপর্ণা সেনগুপ্ত

বুধবার রাতে অভিনেত্রীর ঠিকানায় পৌঁছয় নোটিশ।

ঋতুপর্ণা সেনগুপ্ত

প্রসঙ্গত, রোজভ্যালি মামলায় ২০১৯ সালে অভিনেত্রীকে তলব করেছিল ইডি। বিদেশ ভ্রমণে তাঁর অর্থের উৎস নিয়ে প্রশ্ন উঠেছিল। তিনি হাজিরা দেন। তাঁর নথি দেখে সন্তুষ্ট হন ইডি আধিকারিকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen