দেশ বিভাগে ফিরে যান

ক্রিসিলের মতে ঋণ বাজার এবছর ধাক্কা খেতে পারে

May 31, 2024 | < 1 min read

ক্রিসিলের মতে ঋণ বাজার এবছর ধাক্কা খেতে পারে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত অর্থবর্ষে দেশের আর্থিক অবস্থা তুলনামূলক ভালো ছিল। রিটেইল ঋণ, অর্থাৎ সাধারণ মানুষের তরফে নেওয়া ঋণের বাজারও চাঙ্গা ছিল। এগুলিই ঋণের বাজারকে অক্সিজেন জুগিয়েছিল। কিন্তু চলতি অর্থবর্ষে (২০২৪-২৫)দেশে ঋণ প্রদানের হার গত বছরের তুলনায় কমতে চলেছে বলে ইঙ্গিত দিল ক্রেডিট রেটিং সংস্থা ক্রিসিল। দেশের অর্থনীতি ধাক্কা খাওয়ার শঙ্কা তার একটি কারণ। মনে করছে তারা।

ক্রিসিলের বক্তব্য, ২০২৩-২৪ অর্থবর্ষে সার্বিকভাবে ঋণ প্রদানের হার পূর্ববর্তী বছরের তুলনায় ১৬ শতাংশ বেড়েছিল। এবার তা বাড়তে পারে ১৪ শতাংশ। অর্থাৎ গতবারের মতো ঋণের বাজার ততটা ভালো যাবে না। চলতি অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির হার কিছুটা কমবে। তাদের বক্তব্য, গত অর্থবর্ষে মনে করা হয়েছিল, দেশের জিডিপি বৃদ্ধির হার দাঁড়াতে পারে ৭.৬ শতাংশ। তবে চলতি অর্থবর্ষে তা কমে ৬.৮ শতাংশ হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলি ঋণের ঝুঁকি সংক্রান্ত মূল্যায়ন করবে। তাতে ঋণ দেওয়ার শর্ত আরও একটু কঠোর হতে পারে। এই বিষয়গুলি ঋণের সামগ্রিক বাজারকে কিছুটা থিতিয়ে দেবে বলে মনে করছে ক্রেডিট রেটিং সংস্থাটি।

এরপরও কেন ১৪ শতাংশ বৃদ্ধির কথা বলছে ক্রিসিল? তাদের বক্তব্য, চলতি অর্থবর্ষের শেষ ছ’মাস (অক্টোবর-মার্চ) শিল্প সংস্থাগুলির বিনিয়োগের হার বাড়বে। সেই পুঁজি জোটাতে ঋণের প্রয়োজন হবে। সারা দেশে আর্থিক প্রতিষ্ঠানগুলি যে ঋণ দেয়, তার প্রায় ৪৫ শতাংশ দখল করে থাকে কর্পোরেট বা শিল্প সংস্থাকে প্রদত্ত ঋণ। এর হার ১৩ শতাংশ বাড়তে পারে বলেই মনে করছে ক্রিসিল। তবে বাজার চাঙ্গা রাখবে সাধারণ মানুষের তরফে নেওয়া ঋণ, মনে করছে তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Crisil, #debt market

আরো দেখুন