রকেটের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ
বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চপ্যাড থেকে রকেট উৎক্ষেপণ করা হয়।
May 31, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

দৃষ্টিভঙ্গি, নিউজডেস্ক: রকেটের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারতের বেসরকারি স্টার্ট-আপ অগ্নিকুল কসমস। চেন্নাইয়ের এই বেসরকারি সংস্থার নির্মিত রকেটের নাম অগ্নিবাণ সর্টেড (সাবঅর্বিটাল টেক ডেমনস্ট্রেটর)।
বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চপ্যাড থেকে রকেট উৎক্ষেপণ করা হয়। এই প্রথম সেমি ক্রায়োজেনিক, থ্রিডি প্রিন্টেড ইঞ্জিন বিশিষ্ট রকেট পরীক্ষা করল ভারত। এক্ষেত্রে ইসরোকে টেক্কা দিল অগ্নিকুল কসমস। প্রসঙ্গত, এখনও পর্যন্ত এই ধরনের রকেট উৎক্ষেপণ করেনি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। এদিন বিবৃতি দিয়ে অভিযানের সাফল্যের কথা ঘোষণা করে অগ্নিকুল কসমস।