খেলা বিভাগে ফিরে যান

আজ টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে টাইগারদের বিরুদ্ধে নামছে রোহিতরা

June 1, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে এবারের টি-২০ বিশ্বকাপে অভিযান শুরু করবে ভারত। আজ, শনিবার নাসাউ কাউন্টি স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে দ্রাবিড়ের ছেলেরা। গুরু রাহুল দ্রাবিড় আজ একাদশ সাজিয়ে নেবেন।

বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে আমেরিকার পিচ ও পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই লক্ষ্য রোহিতের। ওয়ার্ম-আপ ম্যাচে ভাল পারফরম্যান্স করতে চান। সেই ছন্দ বাকি টুর্নামেন্টেও ধরে রাখতে চান হিটম্যান। আমেরিকায় ক্রিকেট তেমন জনপ্রিয় নয়, তবে স্টেডিয়াম ভরার ব্যাপারে আশাবাদী রোহিত। তাঁর কথায়, মাঠের সৌন্দর্যে তিনি অভিভূত। আমেরিকায় প্রথমবার বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। সমর্থকরা আগ্রহ নিয়েই গ্যালারি ভরাবেন। গত ২৬ মে নিউ ইয়র্কে পৌঁছে গিয়েছেন রোহিতরা। প্রস্তুতিও চলছে জোরকদমে।

রোহিতের সঙ্গে যশস্বী জয়সওয়ালকে ওপেন করানো হতে পারে। তাহলে মিডল অর্ডারে শিবম দুবের জায়গা হবে না। টি-২০-তে ইনিংসের মাঝের ওভারে রান তুলতে একজন পাওয়ার-হিটার ব্যাটারের প্রয়োজন। দুবেকে জায়গা দিতে ওপেন করতে পারেন রোহিত এবং বিরাট। কোহলি সবে আমেরিকায় পৌঁছেছেন। ওয়ার্ম-আপ ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

ভারতের পেস বিভাগের নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরাহ। দ্বিতীয় পেসার হিসেবে থাকবেন কে? অর্শদীপ সিং না মহম্মদ সিরাজ? ভারতের ম্যাচগুলি মার্কিন সময় অনুযায়ী সকালের দিকে হবে। বল সুইং হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে অর্শদীপকে খেলানোর সম্ভাবনা বেশি। আজ খেলা শুরু ভারতীয় সময় রাত ৮টায়, দেখা যাবে স্টার স্পোর্টসে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Bangladesh, #ICC Cricket World Cup

আরো দেখুন