আজ থেকে শুরু টি-২০-র বিশ্বযুদ্ধ, কবে মাঠে নামবেন রোহিতরা?

এই ম্যাচের আগে আইসিসি জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে। গান গাইবেন বিখ্যাত গায়ক ডেভিড রাডার, থাকবেন রবি বি, এরফান আলভেস, ডিজে আন্না ও আল্ট্রা।

June 2, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
আজ থেকে শুরু টি-২০-র বিশ্বযুদ্ধ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ থেকে শুরু টি-২০ বিশ্বকাপ। রবিবার ডালাসে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল আমেরিকা ও কানাডা। দিনের অন্য ম্যাচটি হবে ওয়েস্ট ইন্ডিজের গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে, ওই ম্যাচে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে নামবে ক্লাইভ লয়েডের দেশের ছেলেরা। এই ম্যাচের আগে আইসিসি জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে। গান গাইবেন বিখ্যাত গায়ক ডেভিড রাডার, থাকবেন রবি বি, এরফান আলভেস, ডিজে আন্না ও আল্ট্রা।

টি-২০ বিশ্বকাপের আসর বসেছে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে। এবারের বিশ্বকাপে ২০টি দল অংশ নিচ্ছে। ৫৫টি ম্যাচের ১৬টি হবে মার্কিন মুলুকে, বাকি ম্যাচগুলি হবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। মার্কিন মুলুকের ডালাস, ফ্লোরিডা ও নিউ ইয়র্কে বিশ্বকাপ ঘিরে এখন তুঙ্গে উন্মাদনার পারদ।

আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। ৯ জুন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবেন কোহলিরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen