প্রয়াত রাজ চক্রবর্তীর বাবা

শুক্রবার সকালে সেখানে তাঁর বাবার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গত কয়েকদিন আগেই রাজের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

August 28, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

প্রয়াত হলেন পরিচালক রাজ চক্রবর্তীর বাবা কৃষ্ণশংকর চক্রবর্তী। কয়েকদিন ধরে তিনি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন বলে সম্প্রতি টুইট করে জানিয়েছিলেন রাজ। শুক্রবার সকালে সেখানে তাঁর বাবার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গত কয়েকদিন আগেই রাজের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

সূত্রের খবর, বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন কৃষ্ণশংকর চক্রবর্তী। কারণ, করোনায় আক্রান্ত হওয়ার কোনও রিপোর্ট পাওয়া যায়নি বলে এর আগে জানিয়েছিলেন রাজ। কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কৃষ্ণশংকরবাবু। ছেলের সঙ্গে দেখা হয়নি বিগত কয়েকদিন। কারণ, কোভিড আক্রান্ত হয়ে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন রাজ। আজও বাবাকে শেষ দেখা দেখতে পারবেন না কিনা, তা আপাতত জানা যায়নি।

সূত্রের খবর, শুক্রবার আবার রাজের দ্বিতীয় করোনা পরীক্ষা হবে। টেস্টের রিপোর্ট নেগেটিভ এলে তিনি নিয়মকানুন পালন করতে পারবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen