বিজেপির নৈতিক পরাজয় বলছে বিরোধীরা! দায় নিয়ে শাহের হাতের রাশ দিতে পারেন নরেন্দ্র মোদী?

এরই মাঝে গুজব উঠেছে দিল্লির রাজনৈতিক মহলে। অমিত শাহকে দেশ চালানোর ভার তুলে দিতে পারেন নরেন্দ্র মোদী।

June 4, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একদিকে গান্ধীনগরে অমিত শাহের বিশাল জয়। অন্যদিকে বারাণসীতে নরেন্দ্র মোদীর মার্জিন কমেছে প্রায় লাখ দেড়েক। ৪০০ পার তো দূরের কথা, এনডিএ জোট ৩০০ পার করতে পারেনি। এরই মাঝে গুজব উঠেছে দিল্লির রাজনৈতিক মহলে। অমিত শাহকে দেশ চালানোর ভার তুলে দিতে পারেন নরেন্দ্র মোদী। যদিও বিজেপির নেতারা এই গুজবকে একেবারেই উড়িয়ে দিচ্ছেন, ওয়াকিবহাল মহল অবশ্য এই গুজব একেবারে উড়িয়ে দিচ্ছেন না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen