২৯জন নবনির্বাচিত তৃণমূল সাংসদের মধ্যে ১১জনই নারী, চিনে নিন মহিলা সংসদ সদস্যদের

এবারের লোকসভা ভোটে ১২ জন মহিলাকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। তাঁদের মধ্যে এগারো জন জয়ী হয়েছেন, শতাংশের হিসাবে ৩৮ শতাংশ

June 5, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবারের লোকসভা ভোটে ১২ জন মহিলাকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। তাঁদের মধ্যে এগারো জন জয়ী হয়েছেন, শতাংশের হিসাবে ৩৮ শতাংশ। অন্যদিকে, মহিলা সংরক্ষণ বিল পাশ করানো বিজেপিতে মহিলা সাংসদ রয়েছে মাত্র ১২ শতাংশ।

  • বারাসাত লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। চিকিৎসক-রাজনীতিক চতুর্থবার সাংসদ পদে নির্বাচিত হলেন।
  • অভিনেত্রী শতাব্দী রায় টানা চারবার বীরভূম থেকে জিতে দিল্লি যাচ্ছেন।
  • জয়নগর থেকে জয়ী হয়েছেন প্রতিমা মন্ডল।
  • কলকাতা দক্ষিণ কেন্দ্র থেকে ফের জয়ী হলেন মালা রায়।
  • উলুবেড়িয়া থেকে আবারও নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন সাজদা আহমেদ।
  • কৃষ্ণনগর থেকে আবারও জিতে দিল্লি যাচ্ছেন মহুয়া মৈত্র।
  • আরামবাগ থেকে জয়ী হয়েছেন মিতালি বাগ।
  • প্রথমবার লোকসভা ভোটে লড়তে নেমেই জয়ী হয়েছে অভিনেত্রী সায়নী ঘোষ।
  • অভিষেকেই বাজিমাত করে দিল্লি যাচ্ছেন হুগলির জয়ী সাংসদ দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়।
  • বিধায়ক থেকে এবার সাংসদ, মেদিনীপুর আসনটি জিতেছেন জুন মালিয়া।
  • বর্ধমান-পূর্বে জয়ী হয়েছেন মনোবিদ শর্মিলা সরকার।
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen