বাঁকুড়া পুন:র্দখল জোড়াফুলের, বিজেপির সুভাষকে হারিয়ে জয়ী অরূপ

২০১৯ সালে বিজেপির সুভাষ সরকার বাঁকুড়া জিতে নেন। ৩২,৭৭৮ ভোটে জয়ী হয়ে বাঁকুড়া পুন:র্দখল করলেন তৃণমূলের অরূপ চক্রবর্তী।

June 5, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শেষবার এই আসনে জিতেছিলেন তৃণমূলের মুনমুন সেন ২০১৪ সালে। ২০১৯ সালে বিজেপির সুভাষ সরকার বাঁকুড়া জিতে নেন। ৩২,৭৭৮ ভোটে জয়ী হয়ে বাঁকুড়া পুন:র্দখল করলেন তৃণমূলের অরূপ চক্রবর্তী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen