রাজ্য বিভাগে ফিরে যান

জয়নগরে জয়ের ধারা অব্যাহত রখালেন তৃণমূলের প্রতিমা

June 5, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা নির্বাচনে জয়নগরে জয়ী হলেন তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। ৮ লক্ষ ৯৪ হাজার ৩১২ ভোট পেয়েছেন তিনি। বিজেপি-র অশোক কাণ্ডারীকে ৪ লক্ষ ৭০ হাজার ২১৯ভোটে পরাজিত করেছেন তিনি। ভোটপ্রাপ্তির নিরিখে অশোক রয়েছেন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছেন AISF-এর মেঘনাথ হালদার। তিনি ৬৫ হাজার ৩৭২ ভোট পেয়েছেন। একসময় আরএসপির গড় হিসেবে পরিচিত ছিল জয়নগর কেন্দ্রটি। কংগ্রেস, এসইউসিআই এবং জনতা পার্টি ও এই কেন্দ্র দখল করেছে। তবে সেই জয়নগর লোকসভা কেন্দ্রটিতে প্রথমবার ঘাসফুল ফোটে ২০১৪ সালে। সেই থেকেই এই কেন্দ্র তৃণমূলের দখলে।

TwitterFacebookWhatsAppEmailShare

#pratima Mondal, #Lok Sabha elections 2024, #Jayanagar, #tmc

আরো দেখুন