সবুজ ঝড়ে বিধ্বস্ত BJP, একেই সন্তুষ্ট কংগ্রেস! দেখে নিন বাংলার কোন আসনে জয়ী কারা?
বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রে তৃণমূলের অবিশ্বাস্য কামব্যাক।

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রে তৃণমূলের অবিশ্বাস্য কামব্যাক। সবুজ ঝড়ে বিধ্বস্ত ‘পদ্ম’ বন। ফলাফলের বিচারে জোড়া ফুলের ভোট শতাংশও ঊর্ধ্বমুখী। কমেছে বাম-কংগ্রেসের ভোট, তাদের ঝুলিতে এসেছে মাত্র একটি আসন। বিজেপির ভোট বাক্সে বড়সড় ধস নামিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জুটি । সব হিসাব ওলটপালট করে ৪২টির মধ্যে ২৯টি আসনে জয়ী হয়েছে তৃণমূল।
দেখে নিন বাংলার ৪২টি আসনে কারা জয়ী
তৃণমূল সাংসদ
- কলকাতা দক্ষিণ – মালা রায় – ভোটের ব্যবধান ছিল ১ লক্ষ ৮৭ হাজার ২৩১
- কলকাতা উত্তর- সুদীপ বন্দ্যোপাধ্যায়- ভোটের ব্যবধান ছিল ৯২ হাজার ৫৬০
- যাদবপুর- সায়নী ঘোষ – ভোটের ব্যবধান ছিল ২ লক্ষ ৫৮ হাজার ২০১
- ডায়মন্ড হারবার- অভিষেক বন্দ্যোপাধ্যায়- ভোটের ব্যবধান ছিল ৭ লক্ষ ১০ হাজার ৯৩০
- কোচবিহার- জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া- ভোটের ব্যবধান ছিল ৩৯ হাজার ২৫০
- জঙ্গিপুর- খলিলুর রহমান- ভোটের ব্যবধান ছিল ১ লক্ষ ১৬ হাজার ৬৩৭
- বহরমপুর-ইউসুফ পাঠান- ভোটের ব্যবধান ছিল ৮৫ হাজার ০২২
- মুর্শিদাবাদ- আবু তাহের খান- ভোটের ব্যবধান ছিল ১ লক্ষ ৬৪ হাজার ২১৫
- কৃষ্ণনগর- মহুয়া মৈত্র- ভোটের ব্যবধান ছিল ৫৬ হাজার ৭০৫
- ব্যারাকপুর- পার্থ ভৌমিক- ভোটের ব্যবধান ছিল ৬৪ হাজার ৪৩৮
- দমদম- সৌগত রায়- ভোটের ব্যবধান ছিল ৭০ হাজার ৬৬০
- বারাসাত- কাকলি ঘোষ দস্তিদার- ভোটের ব্যবধান ছিল ১ লক্ষ ১৩ হাজার ৪৮৯
- বসিরহাট- শেখ নুরুল ইসলাম- ভোটের ব্যবধান ছিল ৩ লক্ষ ১০ হাজার ৭৭২
- জয়নগর- প্রতিমা মণ্ডল- ভোটের ব্যবধান ছিল ৪ লক্ষ ৭০ হাজার ২১৯
- মথুরাপুর- বাপি হালদার- ভোটের ব্যবধান ছিল ৮৫ হাজার ৩৩০
- হাওড়া- প্রসূন বন্দ্যোপাধ্যায়- ভোটের ব্যবধান ছিল ১ লক্ষ ৬৯ হাজার ৪৪২
- হুগলি- রচনা বন্দ্যোপাধ্যায়- ভোটের ব্যবধান ছিল ৭৬ হাজার ৮৫৩
- উলুবেড়িয়া- সাজদা আহমেদ- ভোটের ব্যবধান ছিল ২ লক্ষ ১৮ হাজার ৬৭৩
- শ্রীরামপুর- কল্যাণ বন্দ্যোপাধ্যায়- ভোটের ব্যবধান ছিল ১ লক্ষ ৭৪ হাজার ৮৩০
- আরামবাগ- মিতালি বাগ- ভোটের ব্যবধান ছিল ৬ হাজার ৩৯৯
- ঘাটাল- দেব- ভোটের ব্যবধান ছিল ১ লক্ষ ৮২ হাজার ৮৬৮
- ঝাড়গ্রাম- কালীপদ সোরেন- ভোটের ব্যবধান ছিল ১ লক্ষ ৭৪ হাজার ০৪৮
- মেদিনীপুর- জুন মালিয়া- ভোটের ব্যবধান ছিল ২৭ হাজার ১৯১
- বাঁকুড়া- অরূপ চক্রবর্তী- ভোটের ব্যবধান ছিল ৩২ হাজার ৭৭৮
- বর্ধমান পূর্ব- শর্মিলা সরকার- ভোটের ব্যবধান ছিল ১ লক্ষ ৬০ হাজার ৫৭২
- বর্ধমান-দুর্গাপুর- কীর্তি আজাদ- ভোটের ব্যবধান ছিল ১ লক্ষ ৩৭ হাজার ৯৮১
- আসানসোল- শত্রুঘ্ন সিনহা- ভোটের ব্যবধান ছিল ৫৯ হাজার ৫৬৪
- বোলপুর- অসিত মাল- ভোটের ব্যবধান ছিল ৩ লক্ষ ২৭ হাজার ২৫৩
- বীরভূম- শতাব্দী রায়- ভোটের ব্যবধান ছিল ১ লক্ষ ৯৭হাজার ৬৫০
বিজেপির সাংসদ
আলিপুরদুয়ার- মনোজ টিগ্গা- ভোটের ব্যবধান ছিল ৭৫ হাজার ৪৪৭
জলপাইগুড়ি- জয়ন্তকুমার রায়- ভোটের ব্যবধান ছিল ৮৬ হাজার ৬৯৩
দার্জিলিং- রাজু বিস্তা- ভোটের ব্যবধান ছিল ১ লক্ষ ৭৮ হাজার ৫২৫
রায়গঞ্জ- কার্তিকচন্দ্র পাল- ভোটের ব্যবধান ছিল ৬৮ হাজার ১৯৭
মালদা উত্তর- খগেন মুর্মু- ভোটের ব্যবধান ছিল ৭৭ হাজার ৭০৮
রানাঘাট- জগন্নাথ সরকার- ভোটের ব্যবধান ছিল ১ লক্ষ ৮৬ হাজার ৮১৯
বনগাঁ- শান্তনু ঠাকুর- ভোটের ব্যবধান ছিল ৭৩ হাজার ৬৯৩
তমলুক- অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়-ভোটের ব্যবধান ছিল ৭৭ হাজার ৭৩৩
কাঁথি- সৌমেন্দু অধিকারী- ভোটের ব্যবধান ছিল ৪৭ হাজার ৭৬৪
পুরুলিয়া- জ্যোতির্ময় মাহাতো- ভোটের ব্যবধান ছিল ১৭ হাজার ০৭৯
বিষ্ণুপুর- সৌমিত্র খাঁ- ভোটের ব্যবধান ছিল ৫ হাজার ৫৬৭
বালুরঘাট- সুকান্ত মজুমদার- ভোটের ব্যবধান ছিল ১০ হাজার ৩৮৬
কংগ্রেসের সাংসদ
মালদা দক্ষিণ- ইশা খান চৌধুরী- ভোটের ব্যবধান ছিল ১ লক্ষ ২৮ হাজার ৩৬৮