প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম বাঁকুড়ার কিংশুক পাত্র

Kingshuk Patra from Bankura Zilla School stood first in the
State Joint Entrance Result

June 6, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম বাঁকুড়ার কিংশুক পাত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সভাপতি মলয়েন্দু সাহা সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করেন। চলতি বছর মোট ১ লক্ষ ১৩ হাজার ৪৯২ জন পরীক্ষা দেন। ১ লক্ষ ১২ হাজার ৯৬৩ জন উত্তীর্ণ হন। তাঁদের মধ্যে ছাত্রের সংখ্যা ৭৮ হাজার ৬২১ জন এবং ছাত্রীর সংখ্যা ৩৪ হাজার ৩৪২ জন।

রাজ্যে প্রথম হয়েছেন বাঁকুড়া জেলা স্কুলের পড়ুয়া কিংশুক পাত্র। দ্বিতীয় হয়েছেন এক্সপেরিমেন্টাল হাইস্কুলের কল্যাণীর শুভদীপ পাল। উভয়ই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন) বোর্ডের ছাত্র। তৃতীয় হয়েছেন কল্যাণীর বিশপ ম্যারো স্কুলের বিবস্বান বিশ্বাস। মেধাতালিকার প্রথম দশে চারজন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের, চারজন সিবিএসই আর দুজন আইসিএসসি বোর্ডের পড়ুয়া। বিকেল চারটে থেকে বোর্ডের ওয়েবসাইট wbjeeb.nic.in-এ ফলাফল দেখতে পাবে পরীক্ষার্থীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন