পরিবেশ দিবসে কলকাতার বুকে ২৭৪টি গাছ লাগাল পুরসভা

বৃক্ষরোপণের জন্য ইএম বাইপাসকে বেছে নেওয়া হয়েছে। বাসন্তী হাইওয়ের ধারে গাছ লাগানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

June 6, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
পরিবেশ দিবসে কলকাতার বুকে ২৭৪টি গাছ লাগাল পুরসভা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিশ্ব পরিবেশ দিবসে কলকাতার বিভিন্ন স্থানে ২৭৪টি গাছ লাগাল কলকাতা পুরসভা। বুধবার, কলকাতা পুরভবনের সামনে পরিবেশ দিবস উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান হয়। পরিবেশ নিয়ে পদযাত্রার আয়োজন করা হয়েছিল। সেখানে বিভিন্ন ওয়ার্ড থেকে আসা ট্যাবলো সামিল হয়। বর্ষাকালে গোটা শহরে মোট ৪০ হাজার গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বৃক্ষরোপণের জন্য ইএম বাইপাসকে বেছে নেওয়া হয়েছে। বাসন্তী হাইওয়ের ধারে গাছ লাগানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন আলিপুর বডিগার্ড লাইনসে বৃক্ষরোপণ করেন কলকাতার পুলিস কমিশনার বিনীতকুমার গোয়েল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen