দু’বছরের মধ্যেই বালিগঞ্জে ভোট কমে গেল সিপিএমের

উপনির্বাচনে তৃণমূলের প্রার্থীর কারণেই সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশের ভোট সিপিএম পেয়েছিল বলে মনে করেন তিনি

June 7, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
দু’বছরের মধ্যেই বালিগঞ্জে ভোট কমে গেল সিপিএমের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২২ সালে বালিগঞ্জে ৩০ হাজারের বেশি ভোট পেয়েছিলেন সিপিএম প্রার্থী ছিলেন সারয়া শাহ হালিম। আর এবার লোকসভা নির্বাচনে বালিগঞ্জ বিধানসভায় সায়রার প্রাপ্ত ভোট ১৯ হাজারের কিছু বেশি।

দু’বছরের মাথায় ভোট এতটা কমল কেন? সিপিএমের রাজ্য কমিটির সদস্য তথা কলকাতা দক্ষিণের কনভেনর সুদীপ সেনগুপ্ত বলেন, ‘আসলে রাজ্যের মানুষ অত্যন্ত সচেতন। এবার সারা রাজ্যেই বিজেপিকে হারানোর সঙ্কল্প নিয়েছিল মানুষ। সেই জন্য তৃণমূলকেই বেছেছেন তাঁরা। বিশেষ করে সংখ্যালঘুরা।’

উপনির্বাচনে তৃণমূলের প্রার্থীর কারণেই সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশের ভোট সিপিএম পেয়েছিল বলে মনে করেন তিনি। আর এবার তৃণমূল শেষের দিকে নানাভাবে প্রচার চালায়, এখানে সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপিকে এগিয়ে দেওয়া। এই প্রচার মানুষের মনে দাগ কেটেছে বলে মনে করছেন অনেকে। তবে রাজনৈতিক মহলের দাবি, সিপিএমের দুর্বল সংগঠনই এর জন্য দায়ী। তপসিয়ার বিভিন্ন এলাকায় সিপিএম এজেন্ট বসাতেই পারেনি বলে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen