রাজ্য বিভাগে ফিরে যান

হার নিয়ে দলীয় নেতৃত্বের দিকেই আঙুল তুলছেন লকেট

June 8, 2024 | < 1 min read

হার নিয়ে দলীয় নেতৃত্বের দিকেই আঙুল তুলছেন লকেট । ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা ভোট মিটেছে। হুগলি হাতছাড়া হয়েছে বিজেপির। ৭৬ হাজারেরও বেশি ভোটে লকেট চট্টোপাধ্যায়কে পরাস্ত করেছেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এবার দিল্লিতে এসে কেন্দ্রীয় নেতৃত্বের দ্বারস্থ হুগলির পরাজিত বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সাংবাদিকদের বললেন, “কেন্দ্রীয় নেতৃত্বের তরফে অনেক সমর্থন পেয়েছি। হারের কারণ কী, তা জানাব ওদের।”

বাংলায় শোচনীয় ফলাফলের জন্য দিলীপ ঘোষের সুরেই সুর মিলিয়ে লকেট বললেন, “নেতাদের চুপ করে থেকে আগে কর্মীদের কথা শোনা উচিত। তাঁরাই আসল কারণটা বলতে পারবেন।” একই সঙ্গে তাঁর বার্তা, ”হুগলির সঙ্গেই থাকব।”

এদিকে, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “রাজনীতিতে সবই সম্ভব। তবে কী কারণে হয়েছে, কে, কী করেছে, সবই পর্যালোচনা করে বোঝা যাবে। রাজ্য নেতৃত্ব কেন্দ্র নেতৃত্বের সঙ্গে বসে আলোচনা করবে, এখন আমি এ বিষয়ে কিছু বলতে পারব না।”

TwitterFacebookWhatsAppEmailShare

#BJP West Bengal, #Locket Chatterjee, #hooghly, #LokSabha Poll Results 2024

আরো দেখুন