রাজ্য বিভাগে ফিরে যান

শুভেন্দুকে দিয়ে ফের শুরু হচ্ছে নারদা তদন্ত? বিজেপি’র অন্দরে শুরু জল্পনা

June 8, 2024 | < 1 min read

শুভেন্দুকে দিয়ে ফের শুরু হচ্ছে নারদা তদন্ত? বিজেপি’র অন্দরে শুরু জল্পনা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুভেন্দু-কে সরিয়ে দিলীপের হাতে ফের একবার ক্ষমতা তুলে দেওয়ার কথা ভাবছে বিজেপি। এরকমই একটি জল্পনা শুরু হয়েছে বিজেপি’র অন্দরে। চেনা মেদিনীপুর আসন থেকে দিলীপ ঘোষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সুদূর বর্ধমান-দুর্গাপুরে। সেখানে প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছে। হারের পর থেকে তাই থামানো যাচ্ছে না দিলীপকে। শনিবারও নতুন পোস্ট করলেন এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে। তিন শব্দের সেই পোস্টে দলের প্রতি ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন অনেকে। এক্সে দিলীপ শনিবার সকাল সকাল যে ছবিটি পোস্ট করেছেন, তাতে তিনটি মাত্র শব্দ রয়েছে— ‘ওল্ড ইজ় গোল্ড’। যার বাংলা তর্জমা করলে হয়— ‘পুরনো জিনিস সোনার মতো দামি’।

বিজেপি সূত্রে খবর, এই রাজ্যে তৃণমূল থেকে যোগ দেওয়া যে নেতাদের বিজেপি মাথায় তুলে রেখেছে এবং যাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও তদন্ত ধামাচাপা দেওয়া হয়েছে সেই তদন্তের ফাইল এনডিএ সরকার আসার পর ফের খুলতে চলেছে। নিজেদের ইমেজ ক্লিন রাখার জন্যে দল মত নির্বিশেষে চলবে তদন্ত। যে নারদে শুভেন্দু ছিলেন, সেই নারদের ফাইল আবার রি-ওপেন করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Narada sting operation, #Suvendu Adhikary, #Narada Scam Case

আরো দেখুন