করোনা অতিমারীর প্রসঙ্গ সংসদে তুলতে দেওয়া হয়নি তাকে, কোভিডই প্রাণ কাড়লো এই সাংসদের
লোকসভার বাজেট অধিবেশন চলছে তখন। মার্চ মাস। করোনা অতিমারীর ভয়াবহতা বুঝতে শুরু করেছে বিশ্ব। এমন পরিস্থিতিতে সংসদে এই ইস্যুতে সরব হয়েছিলেন কন্যাকুমারীর সাংসদ এইচ বসন্তকুমার (৭০)। তখন তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়। শুক্রবার সেই সাংসদের প্রাণ কেড়ে নিল কোভিড। তিনি ১০ই আগস্ট ভর্তি হন হাসপাতালে সংক্রমণ নিয়ে।
“অধ্যক্ষ মহাশয়, করোনাকে আমাদের জাতীয় বিপর্যয় ঘোষণা করতে হবে। কোনও আয় হবে না যার ফলে ঋণ পরিশোধে প্রভাব ফেলবে। সরকারকে আর্জি জানাবো ছোট ব্যবসায়ীদের ঋণ পরিশোধ তিনমাস স্থগিত রাখা হোক। দিনমজুররা খুব ক্ষতিগ্রস্ত। সরকারকে আর্জি জানাবো অন্তত প্রতি পরিবারকে ২ হাজার করে টাকা দেওয়া হোক।“ ২০শে মার্চ এই বক্তব্য রাখেন তিনি সংসদে।
কিন্তু মাঝপথেই অধ্যক্ষ ওম বিড়লা তাঁর মাইক বন্ধ করে দেন। আরও এক মিনিট সময় চান তিনি। কিন্তু অধ্যক্ষ হাসিমুখে বলেন, আপনার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। বসন্তকুমারের মৃত্যুর পর টুইটারে ঐ বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়। বিধির বিধান, তিনি সেইদিন যে সকল প্রস্তাব দেন, প্রধানমন্ত্রী মোদী বহুমাস পর সেই ঘোষণাই করেন।
বসন্তকুমার এর আগে দুবার নাঙ্গুনেরি থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন এবং এই প্রথম সাংসদ হন। এছাড়া তিনি তামিল নাড়ু প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন।