বিনোদন বিভাগে ফিরে যান

হট ব্রালেটে ঠিকরে পড়ছে শরীরী আগুন, ‘সেক্সিং বং বিউটি’ মধুমিতায় মজে নেটিজেনরা

June 11, 2024 | 2 min read

‘সেক্সিং বং বিউটি’ মধুমিতায় মজে নেটিজেনরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মধুমিতা সরকার, তিনি অনুরাগীদের কাছে ‘সেক্সিং বং বিউটি’। টলিপাড়ার মিষ্টি নায়িকা মাঝেমধ্যেই বোল্ড ফটোশুটে উষ্ণতা ছড়ান নেটপাড়ায়।

তিনি যা পরেন, তাতেই মানিয়ে যায়। এবার নতুন ফটোশুটেও আগুন হয়ে ধরা দিলেন।

মধুমিতা সরকার, ছবি সৌজন্যে: instagram/madhumita_sarcar

এবারে কালো রঙের বোল্ড আউটফিটে মধুমিতার ফটোশ্যুটের ছবি প্রকাশ্য়ে আসতেই তোলপাড় নেটপাড়ায়।

মধুমিতা সরকার, ছবি সৌজন্যে: instagram/madhumita_sarcar

প্লাঙ্গিং নেকলাইনের ব্রালেটে তাঁর কিলার পোজের হটনেস দেখে চোখ কপালে ওঠার জোগাড় সকলেরই। ফটোশ্যুটের সময় মধুমিতার আউটফিটের ছোট ছোট ডিটেলিংও ফ্লন্টও প্রশংসনীয়।

মধুমিতা সরকার, ছবি সৌজন্যে: instagram/madhumita_sarcar

কালো রঙের ল্যাটেক্স প্যান্ট যা মধুমিতার ফিগারকে সম্পূর্ণতা দিয়েছে। এটা তাঁর কার্ভকে হাইলাইট করেছিল। এছাড়া মধুমিতার শরীরের কালো রঙের ব্রালেট তাঁর ‘বোল্ডনেস’ দ্বিগুণ বাড়য়ে দিয়েছে।

মধুমিতা সরকার, ছবি সৌজন্যে: instagram/madhumita_sarcar

তাঁর কানে ছিল স্টেটমেন্ট স্টাডস, আর চোখে সানগ্লাস যা ‘আগুনপাখি’ মধুমিতার সৌন্দর্যকে এক উচ্চ মাত্রায় পৌঁছে দিয়েছিল।

মধুমিতা সরকার, ছবি সৌজন্যে: instagram/madhumita_sarcar

অভিনেত্রীর গ্ল্যাম মেকআপ এবং হেয়ারস্টাইলও ছিল অপূর্ব। মধুমিতার গ্ল্যামার দেখে বারবার প্রেমে পড়েন তাঁর ভক্তরা।

মধুমিতা সরকার, ছবি সৌজন্যে: instagram/madhumita_sarcar

মধুমিতার ব্রালেটে ছিল লো কাট প্লাঙ্গিং নেকলাইন, যা তাঁর বক্ষ বিভাজিকার সৌন্দর্যকেওফুটিয়ে তুলেছিল। এটির নুডল স্ট্র্যাপ স্লিভ ডিটেলিং আরও উষ্ণতা ছড়িয়েছিল।

মধুমিতা সরকার, ছবি সৌজন্যে: instagram/madhumita_sarcar

এই ব্রালেটের উপরে একটি ট্রান্সপারেন্ট টপ পরেছিলেন অভিনেত্রী। তাঁর গ্ল্যামারের কাছে অনেক সুন্দরীর সৌন্দর্য ফিকে হয়ে যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tollywood, #Viral, #Social Media, #Actress, #Madhumita Sarkar, #Photoshoot

আরো দেখুন