মায়ের জন্য গর্বিত হবেন বাবা, শ্রেয়া পান্ডের পোস্টে কীসের ইঙ্গিত?

১০ জুলাই হতে চলা মানিকতলা উপনির্বাচনে সাধন-জায়া সুপ্তিকেই প্রার্থী করতে পারে বাংলার শাসক দল। যদিও তৃণমূল আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করেনি।

June 11, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
মায়ের জন্য গর্বিত হবেন বাবা, শ্রেয়া পান্ডের পোস্টে কীসের ইঙ্গিত?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আইনি জট কেটে মানিকতলা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষিত হয়েছে। কে হবে ওই আসনে শাসক দলের প্রার্থী? মমতা কমিটি গড়ে ছিলেন গতকাল। আজ মঙ্গলবার নবান্নের বৈঠকে বসেছিলেন মমতা, কুণাল ঘোষ, ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পারিষদ স্বপন সমাদ্দারদের সঙ্গে প্রয়াত নেতা সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডেকেও ডেকেছিলেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, ১০ জুলাই হতে চলা মানিকতলা উপনির্বাচনে সাধন-জায়া সুপ্তিকেই প্রার্থী করতে পারে বাংলার শাসক দল। যদিও তৃণমূল আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করেনি।

এরপরেই সাধন কন্যা শ্রেয়া ফেসবুকে তাঁর ও মায়ের ছবি পোস্ট করে লেখেন, “মায়ের জন্য বাবা গর্বিত হবেন।” তবে কি প্রয়াত মন্ত্রীর ঘরণীই এবার ভোট ময়দানে, উত্তর মিলতে পারে দ্রুত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen