← পুজো স্পেশাল বিভাগে ফিরে যান
জ্যৈষ্ঠের গরমে জামাই আপ্যায়ন, কীভাবে জন্ম হল জামাইষষ্ঠীর?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সন্তান কামনায় বাংলা মেয়ে-বউরা দেবী ষষ্ঠীর ব্রত রাখেন, গোটা বছরজুড়েই পালিত হয় নানান ষষ্ঠী। একদা জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী পালন করা হত। অরণ্যের মাঝে পালিত হত তিথিটি। আবার বাড়ির উঠোনে অরণ্যের প্রতিরূপ বানিয়ে ব্রত পালন করতেন মেয়ে-বৌ’রা। অরণ্যষষ্ঠীর মাধ্যমে প্রকৃতির আরাধনার ছোঁয়া রয়েছে।
ব্রতের দিকে বাড়ির মেয়ে-জামাইকে ডাকতেন মহিলারা। জামাই আসার পর তাঁর কপালে দই-চন্দনের ফোঁটা দিতেন শাশুড়ি। সঙ্গে দিতেন আম-কাঁঠালের বাটা। সেই থেকে অরণ্যষষ্ঠী ব্রতের সঙ্গে জামাইরাও জড়িয়ে গেলেন। জ্যৈষ্ঠের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথি হয়ে উঠল জামাইদের আপ্যায়ণের উৎসব।