বছর নষ্টের ঝামেলার দিন শেষ! এবার থেকে শিক্ষাবর্ষে দু’বার ভর্তি নেবে UGC
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার বিদেশের মতো এ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও বছরে দু’বার ভর্তি নেওয়া হবে। ফলে বছর নষ্টের কোনও অবকাশ থাকবে না। মঙ্গলবার এমনই জানিয়েছেন ইউজিসির চেয়ারম্যান মামিডালা জগদীশ কুমার। ২০২৪-২৫ মরশুম থেকেই নয়া ব্যবস্থা চালু হবে বলে জানা যাচ্ছে।
পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এতে ছাত্রছাত্রীরা নানা দিক থেকে উপকৃত হবে। ছাত্রছাত্রীদের অনেকেই জুলাই-আগস্ট ভর্তির মরশুমে সমস্যায় পড়ে। বোর্ড পরীক্ষার ফল বেরোতে বিলম্ব হয়, অনেকেরই অসুস্থতা থাকে, নানা কারণেও ভর্তি হতে পারে না অনেকে। এর জেরে গোটা বছর নষ্ট হয়। ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলিতে বছরে দু’বার ভর্তির সুযোগ থাকলে, তাদের আর বছর নষ্ট হবে না।
বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো বছরে দু’বার ভর্তি নেওয়া হয়। ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানে এমন ভর্তির প্রক্রিয়া চালু হলে আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা, গবেষণার সুযোগ বাড়বে। তবে এখনই তা বাধ্যতামূলক করা হচ্ছে না।