বিনামূল্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু এবার হাওড়ায়
কিছুদিন আগেই কলকাতায় আবাসন গুলিতে ফ্রিতে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে। এবার কলকাতা পুরসভার মতো হাওড়া পুর এলাকার বিভিন্ন আবাসন, হাউসিং কমপ্লেক্সে করোনা নিয়ন্ত্রণের কাজ শুরু করা হল।
শুক্রবার পুর কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, এলাকার বিভিন্ন হাউসিং কমপ্লেক্স, বহুতল আবাসনের বাসিন্দাদের জন্য বিনামূল্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হয়েছে। এই পরিষেবা পেতে সংশ্লিষ্ট আবাসন কর্তৃপক্ষকে এই নম্বর দুটিতে ফোন বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করাতে হবে— ৬২৯২২৩২৮৭০ এবং ৬২৯২২৩২৮৭১। পরীক্ষা করানোর জন্য কমপক্ষে ৫০ জন থাকা বাধ্যতামূলক। ব্যবস্থা রাখতে হবে বেশ কিছুটা খালি জায়গার।
পুরনিগমের তরফ থেকে জানানো হয়েছে, ১ সেপ্টেম্বর থেকে শহরের ৩টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সকাল সাড়ে ১১টা থেকে দুপর দেড়টা পর্যন্ত বিনামূল্যে করোনা পরীক্ষা করানো যাবে। স্বাস্থ্যকেন্দ্রগুলি হল — ইউপিএইচসি ২ (১৫ নম্বর ওয়ার্ডের ১৮ জেলিয়াপাড়া লেন, ঘোড়া ঘাটালের কাছে), ইউপিএইচসি ৮ (২৪ নম্বর ওয়ার্ডে হরিজন বস্তির কাছে ৮২/২ এন এস দত্ত রোড) এবং এউপিএইচসি ১২ (৫৮ নম্বর ওয়ার্ডের ৫৮ রাজেন শেঠ লেন, বেলুড়)।