বাংলায় বার্ড ফ্লুর থাবা শিশুর শরীরে! কী বলছে WHO?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলায় ৪ বছরের এক শিশুর শরীরে মিলেছে এইচ৯এন২ বার্ড ফ্লু ভাইরাস। হাসপাতালে ভর্তি হতে হয়েছে শিশুটিকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে প্রবল শ্বাসকষ্ট, জ্বর, পেটে ব্যাথার কারণে ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায় সে বার্ড ফ্লু আক্রান্ত।
রোগীর বাড়িতে হাঁস-মুরগির ফার্ম ছিল। সেখান থেকেই হয়তো বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হয় শিশুটি। ৩ মাস ধরে চিকিৎসা চলার পর সুস্থ হয় শিশুটি। শিশুটির পরিবারের বাকিদের মধ্যে অসুস্থতার কোনও লক্ষ্মণ দেখা যায়নি বলে জানা গিয়েছে। এই নিয়ে দেশের দ্বিতীয়বার কোনও মানব শরীরে বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণ দেখা গেল। ২০১৯ সালে এক ভারতীয়র দেহে বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছিল। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে বার্ড ফ্লু-তে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে মেক্সিকোতে।