T20 WC: USA-কে উড়িয়ে ৭ উইকেটে লড়াকু জয়, সুপার এইটে টিম ইন্ডিয়া 

এই ম্যাচে জিতলে সুপার এইটে যাওয়া পাকা হয়ে গেল রোহিত শর্মাদের।

June 12, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
T20 WC:  USA-কে উড়িয়ে ৭ উইকেটে জয়, সুপার এইটে টিম ইন্ডিয়া 

 নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মার্কিন মুলুকে বিশ্বকাপের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আমেরিকার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল ভারত। টি২০ বিশ্বকাপে মার্কিন জার্সিতে ২৩ বলে ২৭ রানের লড়াকু ইনিংস খেলেন নীতীশ কুমার। ২টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। ভারতের হয়ে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট নিন আর্শদীপ সিং। ২ উইকেট নেন হার্দিক পাণ্ডিয়া। অক্ষর নেন ১টি উইকেট। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে আমেরিকা ১১০ রান করেছিল। ১৮.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারত জয়সূচক ১১১ রান তুলে নেয়।

আজকের ম্যাচে প্রথম ওভারেই ২ উইকেট নেন অর্শদীপ। যা পুরুষদের টি২০ ম্যাচের  প্রথম ভারতীয় বোলার হিসেবে রেকর্ড। এর সঙ্গে  চতুর্থ বোলার হিসেবে টি২০ বিশ্বকাপে ম্যাচের প্রথম বলেই উইকেট নেওয়ার নজির গড়েছেন তিনি।  

পাক বধের পর আজকের ম্যাচেও জায়ান্ট কিলার হয়ে উঠেছিল মার্কিন দল। বিরাট কোহলি (০), রোহিত শর্মার (৪) মতো রথী-মহারথীদের শূন্য হাতে ফিরিয়ে দিতে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। আমেরিকার সৌরভ নেত্রাভালকাররা নেয় ২ উইকেট। ভারতের হয়ে অপরাজিত থেকে সর্বোচ্চ রান করেন সূর্যকুমার যাদব (৫০), দ্বিতীয় সর্বোচ্চ রান করেন শিবম দুবে (৩১)। ঋষভ করেন ১৮ রান। এই ম্যাচে জিতে সুপার এইটে চলে গেল রোহিত শর্মারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen