ওড়িশায় সরকার বদল হতেই বদলে গেল পুরীর জগন্নাথ মন্দিরের কোন নিয়ম?

পুরীর মন্দিরের চারটি দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার থেকেই পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দরজাই খুলে দেওয়া হয়েছে

June 14, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ওডিশায় সরকার বদল হতেই বদলে গেল পুরীর জগন্নাথ মন্দিরের কোন নিয়ম?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নবীন যুগের অবসান! ওড়িশায় তৈরি হয়েছে বিজেপি-র সরকার। ওড়িশার মুখ্যমন্ত্রী হিসাবে বুধবার শপথ নেন মোহন চরণ মাঝি। প্রথম ক্যাবিনেট বৈঠকেই পুরীর জগন্নাথ মন্দির নিয়ে বড় সিদ্ধান্তের ঘোষণা করলেন নয়া মুখ্যমন্ত্রী।

পুরীর মন্দিরের চারটি দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার থেকেই পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দরজাই খুলে দেওয়া হয়েছে। মন্দিরের জন্য একটি বিশেষ তহবিল তৈরি করারও কথা জানান মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, ৫০০ কোটি টাকার তহবিল তৈরি করা হবে।

এবার থেকে ভক্তরা মন্দিরের চারটি দরজা দিয়েই প্রবেশ করতে পারবেন। প্রসঙ্গত, ওড়িশায় বিজেপির নির্বাচনী ইস্তেহারের অন্যতম ছিল পুরীর মন্দিরের চারটি দরজা খুলে দেওয়া। করোনার সময় বিজেডি সরকার সিদ্ধান্ত নিয়েছিল মন্দিরের কেবলমাত্র একটি দরজা খোলা থাকবে। সংক্রমণ শেষ হলেও সেই সিদ্ধান্ত বহাল রাখা হয়। মন্দিরের বাকি দরজাগুলি এতদিন বন্ধ ছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen