রাজ্য বিভাগে ফিরে যান

হাওড়ার গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছতে অভিনব সমীক্ষা রাজ্যের

June 14, 2024 | < 1 min read

হাওড়ার গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছতে অভিনব সমীক্ষা রাজ্যের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হাওড়ার গ্রামীণ এলাকায় বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ চলছে দ্রুতগতিতে। জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর ড্রোন উড়িয়ে সমীক্ষা করছে। হাওড়ার শ্যামপুর-সহ বিভিন্ন ব্লকে সমীক্ষার চলছে। অন্যান্য জায়গাতেও ড্রোনের মাধ্যমে সমীক্ষা করা হবে বলে জানা গিয়েছে।

বছরখানেক ধরে ড্রোনের মাধ্যমে সমীক্ষা চলছে। উলুবেড়িয়া, সাঁকরাইলের মতো বড় জলপ্রকল্পগুলির ক্ষেত্রেও বিভিন্ন ধরনের কাজে ড্রোনের মাধ্যমেই সমীক্ষা করা হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এ যাবৎ স্যাটেলাইট চিত্র থেকে পাইপলাইন পাতার জন্য এলাকার জনঘনত্ব বা রাস্তা সম্পর্কে তথ্য সংগ্রহ করত। অন্যভাবেও তথ্য সংগ্রহ করা হত। কিছু সমস্যা থেকেই যেত। ম্যাপিংয়ের সমস্যা হত। এবার ড্রোনের মাধ্যমে প্রত্যন্ত গ্রামীণ এলাকার সঠিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। জল সরবরাহের যথাযথ পরিকল্পনাও করা হচ্ছে। রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় বলেন, এলাকায় পানীয় জলের সমস্যা দূর করাই সরকারের লক্ষ্য।

TwitterFacebookWhatsAppEmailShare

#howrah, #drinking water, #rural areas

আরো দেখুন