আজ শুরু হচ্ছে ইউরো কাপ ২০২৪, ইউরোপ সেরার লড়াইয়ে নজরে কারা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ মধ্যরাত থেকে শুরু হয়ে যাচ্ছে ইউরো কাপ ২০২৪, চলবে ১৪ জুলাই অবধি। ইউরোপ সেরার দ্বৈরথে অংশ নিচ্ছে ২৪টি দেশ। কাদের উপর নজর থাকবে ফুটবল বিশ্বের?
ইংল্যান্ড: এখনও ইউরোপ সেরা হতে পারেনি ইংল্যান্ড! এবার ইউরো জয়ের অন্যতম দাবিদার হ্যারি কেনরা। তারুণ্য এই দলের শক্তি।
ফ্রান্স: ২০১৮ বিশ্বকাপ বিজয়ী, ২০২২-র ওয়ার্ল্ড কাপ রানার্স আপ। এমবাপে, জিরু, গ্রিজম্যানরা এবার ইউরোর খরা কাটানোর দৌড়ে নামছে।
জার্মানি: জার্মানির শেষ ইউরো জয় ১৯৯৬ সালে। এবার ঘরের মাঠে রুডিগার, কিমিচ, মুলারদের ফেভারিট মনে করছে ফুটবল দুনিয়া।
পর্তুগাল: অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৩৯ বছর বয়সেও ইউরোর যোগ্যতা অর্জন পর্বে ১০টি গোল করেছেন। প্রস্তুতি ম্যাচেও গোল পেয়েছেন। তাঁদের দিকেও নজর থাকবে।
স্পেন: স্পেনকে এবারে ইউরো জয়ের অন্যতম দাবিদার। পেড্রি, রড্রি, ওলমোরার ফর্ম কেমন থাকে সেটাই দেখার।
ইতালি: বড় টুর্নামেন্টে বারবার জ্বলে ওঠে ইতালি। চলতি ইউরোতে বিদায়ী চ্যাম্পিয়ন হিসাবে নামছে ইতালি। ভেরারতি, জর্জিনহো, নিকো বরেলারাও খেতাব ধরে রাখার দাবিদার।