উপনির্বাচনে কাদের প্রার্থী করতে চলেছে বিজেপি?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইতিমধ্যেই রাজ্যে বিধানসভা উপনির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। বাংলার চারটি কেন্দ্রেই উপনির্বাচনের জন্য প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূল। বামেরাও তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে শুক্রবার। তৃণমূল মানিকতলা কেন্দ্রের প্রার্থী করেছে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে। বাগদা বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকায় ছিল বিশেষ চমক। সেখানে প্রার্থী মধুপর্ণা ঠাকুর, রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী। আবার মানিকতলা কেন্দ্র থেকে লড়বেন সিপিএমের রাজীব মজুমদার, রানাঘাট দক্ষিণের সিপিএম প্রার্থী অরিন্দম বিশ্বাস। বাগদায় লড়ছেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী গৌরদীপ্ত বিশ্বাস।
এবার প্রশ্ন উঠছে বিজেপি এই কেন্দ্রগুলির জন্য কোন মুখগুলিকে নিয়ে চিন্তাভাবনা করছে? মানিকতলা কেন্দ্র সার্বিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর কলকাতার এই আসনে কাকে সামনে রেখে লড়াই করার কথা চিন্তা করছে গেরুয়া শিবির? এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিজেপির কোনও প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। তবে বেশ কয়েকটি নাম কান পাতলেই শোনা যাচ্ছে গেরুয়া শিবিরের অন্দরেই।
এর মধ্যে রয়েছেন কল্যাণ চৌবে, তমোঘ্ন ঘোষ, শিবাজি সিংহ রায়ের নাম। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডের বিরুদ্ধে মানিকতলা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছিল কল্যাণ চৌবেকে। যদিও তিনি জয়ী হতে পারেননি। তিনি অবশ্য পরে ‘ইলেকশন পিটিশন’ দায়ের করেছিলেন ওই নির্বাচনকে চ্যালেঞ্জ করে। নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগ তুলেছিলেন প্রতিপক্ষের বিরুদ্ধে। হাইকোর্টে প্রায় দুই বছর এই মামলাটি চলার পর এর জল গড়ায় সুপ্রিম কোর্টেও। পরে হাইকোর্টে এই মামলা প্রত্যাহারের আর্জিও জানান কল্যাণ।
মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম নিয়ে জল্পনা চলছে গেরুয়া শিবিরের অন্দরেই। এদিকে, উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষের নাম নিয়েও চর্চা চলছে বিস্তর। তাঁর রাজনৈতিক হাতেখড়ি আমহার্স্ট স্ট্রিটের সিটি কলেজে। বেঙ্গালুরু থেকে এমবিএ করার পর কর্পোরেটে কাজ করলেও পরে রাজনীতির ময়দানেই ফিরে এসেছেন। ছাত্রজীবন থেকে তিনি উত্তর কলকাতায় রাজনীতি করে এসেছেন। তরুণ এই মুখ নিয়েও চর্চা নেহাত কম নয়। এছাড়াও জল্পনা চলছে শিবাজি সিংহ রায়কে নিয়েও। তিনি একুশের বিধানসভা নির্বাচনে বেলগাছিয়ায় বিজেপি প্রার্থী হয়েছিলেন। কিন্তু, জয়ের স্বাদ পাননি। শোনা যাচ্ছে ২০২১-এ ভবানীপুরে হেরে যাওয়া, রুদ্রনীল ঘোষের নামও। তিনি আবার তৃণমূল এর প্রকরণ সদস্য।
অন্যদিকে, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কৃষ্ণ কল্য়াণীর প্রতিপক্ষ হিসেবে কাকে বেছে নেবে বিজেপি? এখন তাই দেখার। জেলা রাজনীতির অন্দরে কান পাতলে বিজেপির জেলা কোষাধক্ষ্য বিভাস বিশ্বাস এবং স্থানীয় নেতা মানস কুমার ঘোষের নাম উঠে আসছে। দক্ষিণ কলকাতায় সদয় পরাজিত, রায়গঞ্জের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীর নামও।
রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারীর বিপরীতে এক মহিলা মুখ নিয়ে চর্চা চলছে। তিনি মিঠুন চক্রবর্তী উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছিলেন। বাগদা কেন্দ্রের দিকেও রয়েছে নজর। সেখানে কোনও মতুয়া মুখকে প্রার্থী করা হয় কিনা, সেই দিকেও নজর রাজনৈতিক মহলের। এদিকে প্রার্থী নিয়ে গেরুয়া শিবিরের অন্দরে জল্পনা চললেও কোনও নামই চূড়ান্ত নয় জানাচ্ছেন দলীয় নেতারা।