রাজ্য বিভাগে ফিরে যান

আবারও বিতর্কে রাজ্যপাল সিভি আনন্দ বোস, জড়িয়ে গেলেন কারা?

June 17, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কয়েক মাস আগেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের নামে ধর্ষণ, কি শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। এই নিয়ে তোলপাড় হয়ে গেছিল বাংলার রাজনীতি। বিতর্ক যেন পিছু ছাড়তে নারাজ রাজ্যপালের কাছ থেকে।

সূত্রের খবর হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপালের ভাইপোর নামে জিরো FIR-এ রয়েছে ধর্ষণের অভিযোগে। এই FIR এর কপি দিল্লি পুলিশকে পাঠায় হেয়ার স্ট্রিট থানা।

জানা যাচ্ছে ২০২৩ সালে ওড়িশি নৃত্যশিল্পীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে রাজ্যপাল সিভি আনন্দ বোসের নামে। প্রাথমিক তদন্ত শুরু করে লালবাজার নবান্নের নির্দেশে। রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন বিখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী। তাঁর দাবি, গত জুন মাসে অনুষ্ঠানের কথা বলে তাকে দিল্লি নিয়ে যাওয়া হয়। দিল্লির এক পাঁচতলা হোটেলে তাকে রাখা হয়েছিল। এই পাঁচটা হোটেলটি বুক করেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাইপো।

এই ঘটনার তদন্ত শেষ করে নবান্ন কে রিপোর্ট জমা দেয় লালবাজার গত মাসেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#FIR, #Cv Ananda bose, #Odishi dancer, #Hare Street Police station, #Molestation

আরো দেখুন