ঠেলায় পড়ে রেলমন্ত্রীর মুখে নিম্নবিত্ত, মধ্যবিত্তদের কথা!

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ‘সাধারণ রেলযাত্রীদের একটা বড় অংশই নিম্ন আয়ের। অথবা মধ্যবিত্ত। ফলে তাঁদের ফোকাসে রেখেই ট্রেন চালাতে হবে।’

June 17, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একেই বোধহয় বলে ‘ঠেলার নাম বাবাজি’। একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েই রাতারাতি ভোল বদলের পথে এনডিএ সরকার! একইসঙ্গে হচ্ছে বোধোদয়ও। যার জেরে রেলমন্ত্রক বিজেপি নিজের হাতে রাখলেও শরিকি চাপে শেষমেশ পাল্টাতে হচ্ছে ‘উপলব্ধি’ও। আর তার অভিঘাত এতটাই যে, সম্প্রতি এক বৈঠকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ‘সাধারণ রেলযাত্রীদের একটা বড় অংশই নিম্ন আয়ের। অথবা মধ্যবিত্ত। ফলে তাঁদের ফোকাসে রেখেই ট্রেন চালাতে হবে।’

রাজধানী, শতাব্দী, দুরন্ত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনে রেলের ফ্লেক্সি-ফেয়ার নীতি নিয়ে বিতর্ক কম নেই। বারবার এই ইস্যুতে সমালোচনার মুখে পড়লেও ফ্লেক্সি-ফেয়ার নীতি প্রত্যাহার করেনি রেল। যার ফলে ওই ট্রেনগুলিতে একটি নির্দিষ্ট সংখ্যক আসন ভর্তি হয়ে যাওয়ার পর শর্তসাপেক্ষে টিকিট মূল্য বাড়তে থাকে। কিংবা বেশি ভাড়ায় স্পেশাল ট্রেন চালিয়েও রেলযাত্রীদের চরম ক্ষোভের মুখে পড়তে হয়েছে মন্ত্রককে। এই পরিস্থিতিতে আচমকাই নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত রেলযাত্রীদের দিকে তাকিয়ে ট্রেন চালানোর চিন্তাভাবনাকে তাই যথেষ্টই ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে।

রেলমন্ত্রী জানিয়েছেন, ‘ত্রিভুজের যেমন তিনটি স্তর, তেমনই রেলযাত্রীরাও সেভাবেই বিভক্ত। একদম শেষের স্তরে রয়েছেন নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত আয়ের রেলযাত্রীরা। তাঁরাই সবথেকে বেশি ট্রেনে চড়েন। ফলে রেলযাত্রীদের ওই অংশের কথা মাথায় রাখতেই হবে।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen