কয়েক লক্ষ শ্রমদিবস সৃষ্টির পরিকল্পনা নিয়েছে খাদ্যদপ্তর

চালের বস্তা বহন এবং সেসব লরিতে লোডিং-আনলোডিংয়ের কাজটি চলবে ‘কর্মশ্রী’তে যুক্ত শ্রমিকদের দিয়ে।

June 18, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
কয়েক লক্ষ শ্রমদিবস সৃষ্টির পরিকল্পনা নিয়েছে খাদ্যদপ্তর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলতি অর্থবর্ষে কর্মশ্রীতে ৩ লক্ষ ২৭ হাজার শ্রমদিবস সৃষ্টির পরিকল্পনা নিয়েছে খাদ্যদপ্তর। এই প্রকল্পে ১,৮০০ অদক্ষ কর্মীকে তারা কাজ দেবে। প্রাথমিকভাবে ধরা হয়েছে, খরচ হবে ৫ কোটি টাকা। অদক্ষ কর্মীরা কাজ পাবেন খাদ্যদপ্তরের গুদামগুলিতে। রাইস মিলে ধান ভানিয়ে চাল তৈরির পর তা গুদামজাত করা হয়। সেখান থেকে চাল পাঠানো হয় রেশন ডিলারদের কাছে। চালের বস্তা বহন এবং সেসব লরিতে লোডিং-আনলোডিংয়ের কাজটি চলবে ‘কর্মশ্রী’তে যুক্ত শ্রমিকদের দিয়ে। সংশ্লিষ্ট পরিবার পিছু বছরে ১৭৫ দিন কাজ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে খাদ্যদপ্তর।

কেন্দ্রের ১০০ দিনের কাজের প্রকল্প (মনরেগা) বাংলায় বন্ধ। তাই নবান্ন নিজস্ব উদ্যোগে রাজ্যে চালু করেছে ‘কর্মশ্রী’। মনরেগা নিয়ে মোদী সরকার অনড় অবস্থান নেওয়ায় এবারের রাজ্য বাজেটে ‘কর্মশ্রী’ ঘোষণা করা হয়। প্রকল্পটি চালু করার আগাম খবর অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই জানিয়েছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen