← রাজ্য বিভাগে ফিরে যান
হাসপাতালে ভর্তি শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এখন কেমন আছেন ‘দূরবীন’-এর লেখক?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শীর্ষেন্দু মুখোপাধ্যায় দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। হৃদযন্ত্রের জটিলতা এড়াতে তাঁর বুকে পেসমেকার বসানো রয়েছে । চিকিৎসার নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পর সেই পেসমেকার বদলাতে হয়।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পেসমেকারটি পুরনো হয়ে গিয়েছিল। পরিবার সূত্রে খবর, দিন দুয়েক আগে পেসমেকারের ব্যাটারি পরিবর্তনের জন্য হাসপাতালে ভর্তি করা তাঁকে। জানা গিয়েছে, সেই অস্ত্রোপাচার সফলও হয়েছে। এখন ভাল আছেন প্রবীন সাহিত্যিক। দৃষ্টিভঙ্গির তরফ থেকে যোগাযোগ করা হলে শীর্ষেন্দু বাবুর ছেলে সম্রাট মুখোপাধ্যায় জানান যে ‘বাবা ভাল আছেন। গতকাল প্রসিডিওর হয়েছে। আগামীকাল ছেড়ে দেবে।’